মংলা প্রাতিনিধিঃ টানা পাঁচদিনের বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ আর পূর্ণিমার প্রবল জোয়ারে পানি বন্দি হয়ে আছে মংলার তিন গ্রামের অন্তত পাঁচ হাজার মানুষ। ভিটে মাটিসহ রান্না ঘরের চুলা পর্যন্ত পানিতে ডুবে গেলে চরম দূর্ভোগ পোহাচ্ছে এসব মানুষেরা।
বৃহস্পতিবার দুপুরেও জোয়ারের পানি পশুর নদীর দু'কুল উপচে পৌরসভার মাকোরডোন, মাছমারা, নারকেলতলা, সিগনাল টাওয়ার, মিয়াপাড়া এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়ক তলিয়ে যায়। দূর্গত এলাকায় নানা রোগব্যাধিসহ দেখা দিয়েছে নীরব দূর্ভিক্ষ। এদিকে প্রবল জোয়ারে উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেলে ভেসে যায় কয়েক কোটি টাকার রপ্তানিযোগ্য চিংড়ি মাছ। দিনে রাতে প্রতিদিনই দুবার এ অবস্থা সৃষ্টি হয় লক্ষাধিক মানুষের আবস্থল মংলা পৌরশহরে। এসময় অসহোনীয় দূর্ভোগ পোহাতে হয় শহরবাসীর। তবে পৌর কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারনেই এ দূর্ভোগ বলে অভিযোগ স্থানীয়দের।
0 Response to "পানি বন্দি হয়ে আছে মংলার তিন গ্রামের মানুষ"
Post a Comment