.

ভুল সিজারে মায়ের মৃত্যু


গোলাম কিবরিয়া নড়াইল থেকেঃ লোহাগড়ার ডালিয়া সার্জিক্যাল ক্লিনিকে সিজার করতে যেয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জনরোষের শিকার হয়ে ডাক্তার ও ক্লিনিক মালিক পালিয়েছে।

জানা গেছে, লোহাগড়া পৌরসভার সিএন্ডবি চৌরাস্তার ডালিয়া সার্জিক্যাল ক্লিনিকে গত কাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইতনা ইউপির ইতনা দক্ষিন গ্রামের রিপন সরদারের স্ত্রী ইভা বেগম(২২)কে সিজার করানোর জন্য ভর্তি করে। ক্লিনিকের মালিক হান্নান শেখ নড়াইলের সার্জিক্যাল ডাক্তার শামিমকে দিয়ে সিজার করা হবে বলে ইভা বেগমের মা রুবিয়া বেগমকে জানান। ক্লিনিকের মালিক হান্নান বিকাল ৪ টায় অপারেশন থিয়েটারে নিয়ে অবস করা ইনজেকশন দেয়। প্রায় ২ ঘন্টা অতিবাহিত হলেও কোন খোজ-খবর না পাওয়ায় রোগীর অভিভাবকদের সন্দেহ হলে তারা ওটি রুম খোলার চেষ্টা করে। এ সময় ক্লিনিকের মালিক রোগীর অবস্থা খারাপ বলে তড়ি-ঘড়ি করে এ্যাম্বুলেন্স নিয়ে আসে। রোগীর খালা ইভাকে দেখতে চাইলে ডাক্তার এবং মালিকের সাথে এক পর্যায় ধস্তা-ধস্তি হয়। পরে খালা চিনা বেগম অপারেশন থিয়েটারের ভিতর ঢুকে ইভা মারা গেছে বলে চিৎকার করতে থাকে। এসময় ইভার স্বজনরা ডাক্তার ও মালিককে ধাওয়া করলে তারা জামা-কাপড় ছিড়ে পালিয়ে যায়। এদিকে ইভা বেগমের স্বামী রিপন সরদার জানান,তার সঙ্গে ক্লিনিকের মালিক হান্নান শেখের সাথে ৮ হাজার টাকায় সিজারে চুক্তি হয়। ডাক্তার ইনজেকশন দেওয়ার পর আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর অবুরুদ্ধ ক্লিনিকে পুলিশ মোতায়েন রয়েছে।

0 Response to "ভুল সিজারে মায়ের মৃত্যু"

Post a Comment