.

নড়াইল-কালনা সড়ক মেরামত কাজে নিম্নমানের পণ্য ব্যবহার


নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-কালনা সড়ক মেরামত কাজে অনিয়মের অভিযোগে উপজেলার কালনা এলাকার লোকজন ৩ ঘন্টা কাজ কাজ বন্ধ করে দেয়। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। তিন ঘন্টা কাজ বন্ধ থাকার পর সওজ এর নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থলে এসে কাজ পুনরায় ভালো করে কাজ কারর আশ্বাস দিলে পুনরায় কাজ শুরু হয়।

নড়াইল সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্রে জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান পাবনার মেসার্স শফিক ট্রেডার্স এ কাজ পেয়েছে। নড়াইল-কালনা,নড়াইল-বারইপাড়া এবং যশোর-নড়াইল সড়কের মোট ৩৪ কি.মি. মেরামতের জন্য ১২ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ হয়েছে। ১৮ ফুট চওড়া ও ৪০ মি.মি. পুরুত্তের এ কাজ হওয়ার কথা। লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শাহিন বিপ্লব অভিযোগ করে বলেন, কুন্দশী চৌরাস্তা থেকে কালনা পর্যন্ত যে কাজ হচ্ছে তা খুবই নিম্নমানের। ৪০ মি.মি. পুরু কাজ হওয়ার কথা থাকলেও অর্ধেকেরও কম পুরু হচ্ছে। এছাড়া নিম্নমানের ইট-বালু দিয়ে ভরাট করে তার ওপরে পিচ দেওয়া হয়েছে। এ কারণে স্থানীয় জনতা কাজ বন্ধ করে দেয়। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শফিক ট্রেডার্সের প্রকৌশলী আব্দুল খালেক জানান, ভুলবশত ইটের খোয়ার ওপর পিচ দেওয়া হয়েছে। পুনরায় ভালো করে কাজ করে দেওয়া হবে। সওজ এর নির্বাহী প্রকৌশলী তাপসী দাস বলেন, আমাদের প্রকৌশলীরা অন্য সাইডে থাকায় শ্রমিকরা সুযোগ বুঝে এ নিম্নমানের কাজ করেছে। কাজ পুনরায় ঠিক করে দেবে।

0 Response to "নড়াইল-কালনা সড়ক মেরামত কাজে নিম্নমানের পণ্য ব্যবহার"

Post a Comment