.

রাণীনগরে আবাদ পুকুর টু কালিগঙ্জ সরকে ট্রাকের ধাক্কাই এক বৃদ্ধর মৃত্য ।

রাণীনগর প্রতিনিধি:গত ১২/১০/১৩ইং তারিখে মো: সখিন উদ্দিন প্রাং (৬২)পিতা: মৃত্য:তানদার প্রাং গ্রাম ভেবড়া  আবাদ পুকুর থেকে সাইকেল চালিয়ে  যায়।কালিগঙ্জ থেকে আসা ট্রাক মো:সখিন প্রাং কে সামনে থেকে ধাক্কা মারে।খবর পেয়ে কিছু লোকজন  মো:সখিনকে গুরতর অবস্থায় রাণীনগর সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।কর্মরত ডাক্তার তাহার গুরতর অবস্থাদেখে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যেতে বলে। যাবার পথে মো:সখিন উদ্দিন প্রাং মারা যায়। আর সেই ঘাতক ট্রাকও চালক কে   মানবাধিকার কর্মীরা ধরে রানীনগর  থানা প্রেরন করে। এ ব্যাপারে  থানায় এখনো কোন মামলা হয়নি।

0 Response to "রাণীনগরে আবাদ পুকুর টু কালিগঙ্জ সরকে ট্রাকের ধাক্কাই এক বৃদ্ধর মৃত্য ।"

Post a Comment