কাজীপুরে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে মুনিয়া আক্তার(১৭) নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে রেহাই শুড়িবেড় গ্রামের নান্নু তরফদারের মেয়ে ও নাটুয়াপাড়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। এ ঘটনায় কাজীপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
থানা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মুনিয়া অজ্ঞাত একজনের ফোন পেয়ে বাড়ির বাইরে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের বাঁশ ঝাড়ের নিচে তার নিথর দেহ দেখতে পেয়ে। পরদিন কাজীপুর থানার এস আই আজিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত মুনিয়ার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
0 Response to "কাজীপুরে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু"
Post a Comment