রাণীনগরে সমাবেশ অনুষ্ঠিত, হামলায় আহত ৫ অভিযোগ করেছে বিএনপি
রাণীনগর নওগাঁ নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার রাণীনগর উপজেলা বিএনপি তথা ১৮ দলীয় ঐক্য জোটের উদ্যোগে বিকেল চার টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র মোড় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাসষ্ট্যান্ড মোড় চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আল-ফারুক জেমস্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবম জাতীয় সংসদের চারদলীয় জোট প্রার্থী আনোয়ার হোসেন বুলু, রাণীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান স্বপন, জামায়াতের থানা আমীর মোস্তফা ইবনে আব্বাস প্রমূখ। এদিকে রাণীনগর সদরে মিছিলে যোগ দিতে আসার সময় বিকেল ৩টায় উপজেলার আবাদপুকুর চার মাথামোড়ে ১৮ দলীয় জোটের গাড়ী আটক করে সরকার দলীয় নেতা-কর্মীরা মারপিট করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এসময় একডালা ইউপি ছাত্রদলের সভাপতি ওহিদুর রহমান, যুবদলের সাধারন সম্পাদক বাবলু, কর্মী ইয়াকুব, বেলাল, জুয়েল, জামাতনেতা আঃ রহমান ও রেজাউল ইসলাম আহত হয়েছে। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ওসি মাসউদ চৌধুরী জানান, কাউকে মারপিট করা বা আহত হওয়ার কোন ঘটনা ঘটেনি।
0 Response to "রাণীনগরে সমাবেশ অনুষ্ঠিত, হামলায় আহত ৫ অভিযোগ করেছে বিএনপি"
Post a Comment