রাহাদ সুমন,বানারীপাড়া॥
স্বরুপকাঠি-বরিশাল সড়কের বানারীপাড়া পৌর শহরের প্রবেশদ্বার বাসষ্ট্যান্ড-টিএন্ডটি সড়কটি আবারও বেহাল হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সড়কের আধা কিলোমিটার ওই অংশে পাথর,পিস ও খোয়া উঠে অসংখ্য গভীর গর্তের সৃষ্টি হয়ে অনেকটা মরণ ফাঁদে পরিণত হয়েছে।ফলে ঝুঁিক নিয়ে ওই সড়ক দিয়ে দূরপাল্লার পরিবহন,যাত্রী বাহী বাস ,টেম্পু ও মাহেন্দ্র-আলফা সহ শত শত বিভিন্ন যান চলাচল করছে।খানা খন্দকে পরিণত হওয়া ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে যাত্রী ও পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।ওই সড়ক দিয়ে বিশেষ করে প্রসূতি ও গুরুতর অসুস' রোগীদের বানারীপাড়া উপজেলা স্বাস'্য কমপ্লেক্স ও সেবাসদন ক্লিনিকে যাওয়া-আসা করতে সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়।বর্তমান সরকার আমলে দুই দফা ওই সড়ক সংস্কার করা হয়। কিন' ঠিকাদার নামকাওয়াসে- কাজ করার কারনে বর্ষা মৌসুমে পাথর,পিস ও খোয়া উঠে বেহাল হয়ে পড়ে।স'াণীয় সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি জানান তিনি বরিশাল সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীকে বানারীপাড়ায় এনে বেহাল ওই সড়কটি দেখানোর পরেও সংস্কারের ব্যপারে কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা জানান তিনিও নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সড়কটি সংস্কারের ব্যপারে কথা বলেছেন। তারপরেও এ ব্যপারে কোন উদ্যোগ নেওয়া হয়নি।এ প্রসঙ্গে বরিশাল সড়ক ও জনপথের(সওজ) নির্বাহী প্রকৌশলী শাহ্ মোঃ শামস্ মোকাদ্দেস বলেন ভারী যান চলাচল ও ভারী বর্ষনের ফলে সড়কের ওই অংশটিতে গতের্র সৃষ্টি হয়েছে।শীঘ্রই সড়কটি সংস্কার করা হবে।।###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখঃ 10-10-13ইং
স্বরুপকাঠি-বরিশাল সড়কের বানারীপাড়া পৌর শহরের প্রবেশদ্বার বাসষ্ট্যান্ড-টিএন্ডটি সড়কটি আবারও বেহাল হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সড়কের আধা কিলোমিটার ওই অংশে পাথর,পিস ও খোয়া উঠে অসংখ্য গভীর গর্তের সৃষ্টি হয়ে অনেকটা মরণ ফাঁদে পরিণত হয়েছে।ফলে ঝুঁিক নিয়ে ওই সড়ক দিয়ে দূরপাল্লার পরিবহন,যাত্রী বাহী বাস ,টেম্পু ও মাহেন্দ্র-আলফা সহ শত শত বিভিন্ন যান চলাচল করছে।খানা খন্দকে পরিণত হওয়া ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে যাত্রী ও পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।ওই সড়ক দিয়ে বিশেষ করে প্রসূতি ও গুরুতর অসুস' রোগীদের বানারীপাড়া উপজেলা স্বাস'্য কমপ্লেক্স ও সেবাসদন ক্লিনিকে যাওয়া-আসা করতে সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়।বর্তমান সরকার আমলে দুই দফা ওই সড়ক সংস্কার করা হয়। কিন' ঠিকাদার নামকাওয়াসে- কাজ করার কারনে বর্ষা মৌসুমে পাথর,পিস ও খোয়া উঠে বেহাল হয়ে পড়ে।স'াণীয় সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি জানান তিনি বরিশাল সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীকে বানারীপাড়ায় এনে বেহাল ওই সড়কটি দেখানোর পরেও সংস্কারের ব্যপারে কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা জানান তিনিও নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সড়কটি সংস্কারের ব্যপারে কথা বলেছেন। তারপরেও এ ব্যপারে কোন উদ্যোগ নেওয়া হয়নি।এ প্রসঙ্গে বরিশাল সড়ক ও জনপথের(সওজ) নির্বাহী প্রকৌশলী শাহ্ মোঃ শামস্ মোকাদ্দেস বলেন ভারী যান চলাচল ও ভারী বর্ষনের ফলে সড়কের ওই অংশটিতে গতের্র সৃষ্টি হয়েছে।শীঘ্রই সড়কটি সংস্কার করা হবে।।###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখঃ 10-10-13ইং
0 Response to "বানারীপাড়ার বাসষ্ট্যান্ড-টিএন্ডটি সড়কটি আবারও মরণ ফাঁদে পরিণত"
Post a Comment