.

বগুড়ায় ১৪৪ধারা ভেঙ্গে সমাবেশের ঘোষণা দিয়েছে ১৮দলীয় জোট

বগুড়া পৌরসভা এলাকায় ১৪৪ধারা জারির পরেও ২৫ অক্টোবর আলতাফুন্নেছা খেলার মাঠে জন সমাবেশে করার ঘোষণা দিয়েছে ১৮ দলীয় জোট। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত ১৮দলীয় জোটের সাংবাদিক সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শাহাবুদ্দিন, জেলা জাগপার সভাপতি আমির হোসেন মন্ডল, ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক ওহেদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, জেলা বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা, সমাজকল্যান সম্পাদক শামছুল হক, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বকুল, সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা।

সংবাদ সম্মেলনে ভিপি সাইফুল ইসলাম বলেন, আমরা ১৮দলীয় জোট শান্তিপূর্ণ অবস্থায় ৫বছর ধরে কর্মসূচি পালন করে আসছি। সরকারের শেষ সময়ে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার জন্য একই সময়ে একই স্থানে আওয়ামী লীগ সমাবেশ ডেকেছে। আমরা যেহেতু সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সেহেতু যে কোনো কিছুর বিনিময়ে সমাবেশ করবোই করবো। তাতে যত মূল্য দিতে হয় দিবো। কিন্তু কোনো প্রকার ছাড় দিবো না।

ভিপি সাইফুল আরো বলেন, গত ২০ অক্টোবর বগুড়ার পৌর পার্কের সমাবেশ থেকে দেশ নায়ক তারেক রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের নাম ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করার দাবীতে ২৫ অক্টোবর জন সমাবেশ করার ঘোষণা দিয়েছি। ২১ অক্টোবর বগুড়া পৌরসভার কাছ থেকে আলতাফুন্নেছা খেলার মাঠ জনসমাবেশের জন্য বরাদ্দ নিয়েছি। একই দিনে প্রশাসনের সকল শাখায় ২৫ তারিখের সমাবেশের বিষয়টি অবগত করা হয়েছে। আওয়ামী লীগ এই সমাবেশ বানচালের জন্য হঠাৎ করে আলতাফুন্নেছা খেলার মাঠে একই সময়ে সমাবেশ ডেকেছে।

উল্লেখ্য, বগুড়ায় ১৮দলীয় জোট ও আওয়ামী লীগ একই সময়ে একই স্থানে সমাবেশের ডাক দেওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকা দেখা দেয়। এজন্য জেলা প্রশাসন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ধারা জারী করেন।


0 Response to "বগুড়ায় ১৪৪ধারা ভেঙ্গে সমাবেশের ঘোষণা দিয়েছে ১৮দলীয় জোট"

Post a Comment