নওগাঁর রাণীনগরে গৃহবধুকে ধর্ষন চেষ্টার
অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পুলিশ আব্দুল মান্নান (২৮)
নামের এক জনকে গ্রেফতার করেছে।
পুলিশ
ও এলাকাবাসি বাসি জানায়, গত সোমবার বিকেলে উপজেলার মালশন গ্রামের জনৈক
গৃহবধু মাঠের মধ্যদিয়ে বয়ে যাওয়া রাস্তা দিয়ে এলাকায় রাতোয়াল গ্রামে তার
বাবার বাড়ীতে যাচ্ছিল। এসময় একই গ্রামের আব্দুল মান্নান একই রাস্তা দিয়ে
রাতোয়ার বাজার থেকে বাড়ী ফিরছিল। পথি মধ্যে গৃহবধুকে একা পেয়ে পিছন থেকে
ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা চালায়। এঘটনায় গত মঙ্গলবার গৃহবধু বাদী হয়ে মামলা
দায়ের করেছে বলে ওসি মাসুদ চৌধুরী জানান।
0 Response to "রাণীনগরে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেফতার "
Post a Comment