.

কোনো রাজনৈতিক দলে সক্রিয় হওয়ার ইচ্ছা নেই

ঢাকা: ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় হওয়ার ইচ্ছা নেই বলে জানালেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ন্যান্সির বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ ও পুলিশি হয়রানির প্রতিবাদ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ন্যান্সি বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হওয়ার ইচ্ছা আমার নেই।’

তিনি বলেন, ‘আমি যদি কোনো দলকে ভালোবেসে থাকি এবং সেই ভালোবাসা প্রকাশ করে থাকি এটাতো আমার কোনো অপরাধ নয়। তারা মানে এই নয় আমি হয়রানির স্বীকার হবো।’

উল্লেখ্য, গত মঙ্গলবার মাঝরাতে ন্যান্সির নেত্রকোনার বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। ন্যান্সি অভিযোগ করেন, পুলিশ তল্লাশির নামে তাকে ও তার পরিবারকে হয়রানি করেছে।

ন্যান্সি অভিযোগ করে বলেন, ‘কিছুদিন আগে ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। সেখানে কিছু রাজনৈতিক বক্তব্য ছিল। তারপর থেকে বিভিন্ন ব্যক্তি ও মহল থেকে আমাকে নানাভাবে হুমকি দেয়া হয়। গত মঙ্গলবার মাঝরাতে নেত্রকোনায় আমার গ্রামের বাড়িতে থানা পুলিশের ২৫ থেকে ৩০ সদস্য সন্ত্রাসী লুকিয়ে রেখেছি বলে আমার ঘর সার্চ করতে চায় এবং আমাকে সন্ত্রাসীদের আশ্রয়দাত্রী বলে। আমি তাদের ঘরে ঢুকতে না দিলে তারা আমার সঙ্গে অশালীন আচরণ করে। আমাকে ও আমার ছোট ভাইকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এই অবস্থায় বর্তমানে আমি খুবই ভীত ও শঙ্কিত দিন কাটাচ্ছি ‘

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমি শঙ্কিত আমাকে কোনো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করতে পারে। তাই বর্তমানে আমি অনেক নিরাপত্তাহীনতায় আছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, কণ্ঠশিল্পী মনির খান, রিজিয়া পারভিন প্রমুখ।

0 Response to "কোনো রাজনৈতিক দলে সক্রিয় হওয়ার ইচ্ছা নেই"

Post a Comment