.

নিজেকে নির্দোষ দাবি করলেন বাবর

চট্টগ্রাম: চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের হওয়া দু’টি মামলায় পরীক্ষার (এগজামিন) সময় নিজেকে নির্দোষ দাবি করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।

চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মুজিবুর রহমানের আদালতে এ মামলার কার্যক্রম চলছে।

এসময় বাবরের সাথে থাকা পরীক্ষা (এগজামিন) করা অন্য চার আসামীও নিজেদের নির্দোষ দাবি করেন। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষা বা এগজামিন করা হয় লুৎফুজ্জামান বাবর এবং জামিনে ও হাজতে থাকা অন্য চার আসামীকে।

তারা হলেন এনএসআইয়ের সাবেক মহা পরিচালক (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, সাবেক পরিচালক উইং কমান্ডার সাহবুদ্দিন, সাবেক উপ পরিচালক (অব) মেজর  লিয়াকত হোসেন এবং সিইউএফএল জেটিঘাটের শ্রমিক ওসমান।

রাষ্ট্রপক্ষের আইনজীবি ও মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন জানান, বুধবার পাঁচ আসামির এগজামিন করা হয়েছে। এখন শুধুমাত্র মতিউর রহমান নিজামীর এগজামিন করা বাকি রয়েছে।

আদালত সূত্র জানায়, গত ২৪ অক্টোবর এগজামিন করা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার আদালতে এই মামলার সাথে তার কোন সম্পৃক্ততা নেই দাবি করে বক্তব্য রাখেন। তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন। বক্তব্যের এক পর্যায়ে সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা কান্নায় ভেঙ্গে পড়েন।

দুপুরের বিরতির পর মামলা শুরু হলে বাবরের আইনজীবি হাইকোর্টে মামলা সংক্রান্ত একটি আপিল আছে উল্লেখ করে আদেশের পর মামলার কার্যক্রম শুরুর আবেদন জানালে আদালতের আদেশ আসা পর্যন্ত কার্যক্রম চলবে জানান।

এরপর দু’টি মামলায় এগজামিন কারা আসামীদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌশুলি। এরপর তারা দোষী নাকি নির্দোষ এবং তাদের কোন সাফাই সাক্ষী আছে কিনা তা জানতে চাইলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। আসামিদের কোন সাফাই সাক্ষী নেই বলেও আদালতকে জানান।

তবে লুৎফুজ্জামান বাবর নিজেকে নির্দোষ দাবি করে এসব বিষয়ে কোনো কিছুই উচ্চ আদালতের আপিল নিষ্পত্তি পর্যন্ত বলবেন না বলে জানান। তবে তিনি কাগজপত্র জমা দেবেন। আদালত বিকেল সাড়ে চারটায় শেষ হয়ে বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।

0 Response to "নিজেকে নির্দোষ দাবি করলেন বাবর"

Post a Comment