.

বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের ভিত্তি স্থাপন



গাজীপুর: গাজীপুরে বহুল প্রতীক্ষিত মেট্রোরেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আধুনিক যোগাযোগে এটিই প্রথম প্রকল্প বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেয়ার আগেই তিনি ভিত্তি স্থাপন করেন

প্রকল্পে ২২ হাজার কোটি টাকা ব্যয় হবে। এতে ১৬টি স্টেশন থাকবে যাতে প্রতিঘণ্টায় উভয়দিকে ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবেন। এসময় তিনি আরও কয়েকটি প্রকল্প উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপণ করেন

জানা গেছে, দুপুরে  তিনি গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (বিআরআরআই) হেলিকপ্টারযোগে অবতরণ করেন। পরে তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জনসভাস্থলে যান

0 Response to "বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের ভিত্তি স্থাপন"

Post a Comment