গাজীপুরের
শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কটি এখন এশিয়ার মধ্যে সর্ববৃহৎ সাফারি
পার্ক। এটি গড়ে উঠেছে থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতের সাফারি পার্কের আদলে।
তিন হাজার ৬৯০ একর জমিজুড়ে বাস্তবায়ন করা হচ্ছে এই অনন্য উদ্যোগটি।
২০১০
সালের জুনে ৬৩ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে সাফারি পার্ক নির্মাণ প্রকল্পের কাজ
শুরু হয়। মাস্টারপ্ল্যান অনুযায়ী প্রকল্পের কাজ শেষ হবে ২০১৬ সালের জুনে।
গতকাল বৃহস্পতিবার গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে সুইচ টিপে
এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কী
নেই এই সাফারি পার্কে? বাংলাদেশের বন ও প্রাণিবৈচিত্র্য সম্পর্কে ধারণা
দেওয়ার জন্য পার্কে আন্তর্জাতিক মানের একটি প্রকৃতিবীক্ষণ কেন্দ্র নির্মাণ
করা হয়েছে। এ ছাড়া তথ্য ও শিক্ষাকেন্দ্র, নেচার হিস্ট্রি মিউজিয়াম, পার্ক
অফিস, বিশ্রামাগার, ডরমিটরি, বন্য প্রাণী হাসপাতাল, কুমির পার্ক, লিজার্ড
পার্ক, ফেন্সি ডাক গার্ডেন, ক্রাউন্ড পিজন এভিয়ারি, প্যারট এভিয়ারি, ধনেশ
পাখিশালা, ম্যাকাউ ল্যান্ড, মেরিন অ্যাকুয়ারিয়াম, অর্কিড হাউস, প্রজাপতি
বাগান, ক্লাইমেট হাউস, ভালচার কর্নার, ঝুলন্ত সেতু, পর্যবেক্ষণ টাওয়ার,
ফোয়ারা, বাঘ পর্যবেক্ষণ রেস্তোরাঁ, সিংহ পর্যবেক্ষণ রেস্তোরাঁ, কচ্ছপ
প্রজনন কেন্দ্র, ইকো-রিসোর্ট, ফুড কোর্ট, এলিফ্যান্ট শো গ্যালারি, বার্ড শো
গ্যালারি, এগ ওয়ার্ল্ড ও শিশু পার্ক চালু করা হয়েছে। আজ শুক্রবার
আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য পার্কটি খুলে দেওয়া হচ্ছে।
পার্কে
অবমুক্ত করা প্রাণিকুলের মধ্যে রয়েছে ২৬ প্রজাতির পশু-পাখি, ১১টি বাঘ,
তিনটি সাদা সিংহসহ ১০টি সিংহ, ১০০টি ময়ূর, দুই শতাধিক হরিণ, চারটি জিরাফ,
ছয়টি জেব্রা, ১৩টি বন গরু, চারটি হাতি, পাঁচটি ভালুক ও বিভিন্ন প্রজাতির
পাখিসহ কয়েক হাজার পশু ও পাখি। এসব প্রাণী দেখাশোনার জন্য রয়েছে
প্রকৃতিবীক্ষণ কেন্দ্র ও সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার।
বাঘ ও
সিংহের বেষ্টনীতে সাফারি বাস ও জিপে করে পর্যটকরা পার্কে প্রাকৃতিক
পরিবেশে বিচরণরত বাঘ, সিংহ ও ভালুক দেখার সুযোগ পাবেন। এ ছাড়া আফ্রিকান
সাফারি পরিভ্রমণে জিরাফ, জেব্রা, ব্লু ওয়াইল্ড বিস্ট, ব্ল্যাক ওয়াইল্ড
বিস্টসহ বিভিন্ন প্রাণী উপভোগের সুযোগ রয়েছে।
পার্কে
প্রবেশ ফি : বয়স্ক প্রতিজন ৫০ টাকা, অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের নিচে) ২০
টাকা, শিক্ষার্থীদের জন্য ১০ টাকা, শিক্ষা সফরে আগত শিক্ষার্থী গ্রুপের
(শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পত্রসহ, ৪০-১০০ জন) জন্য ৪০০ টাকা, শিক্ষা
সফরে আগত শিক্ষার্থী গ্রুপের (শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পত্রসহ, ১০০
জনের উর্ধ্বে) জন্য ৮০০ টাকা, বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি পাঁচ ইউএস
ডলার।
0 Response to "আজ থেকে গাজীপুর টানবে সবাইকে"
Post a Comment