সুনামগঞ্জ : সুনামগঞ্জে যুবতীসহ এক ইউনিয়ন চেয়ারম্যানের ভাইকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- জেলার দিরাই উপজেলার ১নং রফিনগর ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যানের ভাই রফিনগর গ্রামের মুকুট মিয়া চৌধুরীর ছেলে সাহাঙ্গীর চৌধুরী
(২৮) ও ফেনী জেলা সদরের বাসিন্দা খোকন রহমানের স্ত্রী কলি বেগম (২৫)।
জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দিরাই রাস্তার
পয়েন্টে প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-৭১৬৫) এর ভেতরে অসামাজিক কার্যকলাপ
করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ব্যবহৃত প্রাইভেট কারসহ পুলিশ দু’জনকে
আটক করে।
প্রাইভেট কারটি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীর বলে জানা গেছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি এনামুল হক এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
0 Response to " ‘প্রাইভেটকারে তারা দু’জন’"
Post a Comment