.

জয় দেশে আসছেন আজ

ঢাকা, ২৯ অক্টোবর: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আজ মঙ্গলবার দেশে আসছেন। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন এবিনিউজকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জয় দেশে পৌঁছাবেন। তিনি আর বলেন, এবার ফিরে নির্বাচন পর্যন্ত দেশে অবস্থান করতে পারেন জয়। প্রসঙ্গত তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং দলের নির্বাচন পরিচালনা কমিটিরও এ সমন্বয়ক।

আশরাফুল আলম খোকন জানান, জয় এবার বেশ কিছুদিন দেশে থাকবেন। এ সফরকালে তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কর্মকাণ্ডের সমন্বয় করার পাশাপাশি দলীয় কর্মীসভা ও সমাবেশে অংশ নেবেন। প্রচার-প্রচারণার অংশ হিসেবে তিনি রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকা সফর করবেন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর তিনি দেশে ফিরে বিভিন্ন এলাকা সফর করেন, বক্তব্য রাখেন কয়েকটি অনুষ্ঠানে যোগদান করেন। এছাড়া ওইসময় তিনি নির্বাচনী কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে গুছিয়ে আনার পাশাপাশি নির্বাচনী ইশতেহার প্রণয়নের জন্যও বেশ কয়েকটি দলীয় বৈঠক করেন। অতপর স্ত্রী সন্তানের সাথে ঈদ করতে তিনি গত ১৯ সেপ্টেম্বর আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যান।

0 Response to "জয় দেশে আসছেন আজ"

Post a Comment