.

প্রটোকলের বেড়াজালে আমি বন্দি : রাষ্ট্রপতি



লন্ডন : নতুন দায়িত্ব নেয়ার পর মন ভালো নেই রাষ্ট্রপতি আব্দুল হামিদের এতো এতো প্রটোকল এতো এতো আইনি বেড়াজালে মধ্যে তাকে এখন চলতে হচ্ছে সব সবম খোলামেলা কথা-বার্তা বলতে অভ্যস্ত এই মানুষটা অনেকটা ঘুরে ফিরে সেকথাই বললেন লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনায়

লন্ডন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট।

বুধবার বিকেলে ওয়েস্টমিন্সটার সেন্ট্রাল হলে প্রবাসী বাঙালিদের উদ্যোগে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগে আপনাদের সঙ্গে সহজে যেভাবে মিলিত হতে পারতাম, সেই সুযোগ এখন আমার আর নেই। আমি এখন প্রটোকলের বেড়াজালে বন্দি। এখন আর মন খুলে কথা বলতে পারি না।

নাগরিক স্মরণসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক আব্দুল গাফ্ফার চৌধুরী।

টেলিভিশন উপস্থাপিকা সৈয়দা সায়েমা আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাসের নেতৃত্বে অনুষ্ঠানে সমবেতরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন

রাষ্ট্রপতি তার বক্তব্যে আরও বলেন, রাজনীতির প্রথম পর্যায়ে কোনোদিন এমপি হবো এটি কল্পনাও করিনি।৭০ সালে বঙ্গবন্ধু ধরে এনে নির্বাচনে প্রার্থী করেন। জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হই। এরপর জনগণের প্রতিনিধি হয়ে বিরামহীন কাটিয়েছি পার্লামেন্টে। এমপি হওয়ার কোনো কল্পনা রাজনীতির শুরুতে যেমন করি নি, ঠিক তেমনি রাষ্ট্রপতি হবো এমন অলীক কল্পনাও আসেনি মনে কোনোদিন।



সংবর্ধনার জবাবে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, আজীবন জনগণের পাশে থেকে সততার সঙ্গে রাজনীতি করার চেষ্টা করেছি। আপনাদের মধ্যেই ছিল আমার অবস্থান। কিন্তু আজ প্রটোকলের কারণে ইচ্ছে করলেই আমি আর আপনাদের সঙ্গে মন খুলে কথা বলতে পারি না।

তিনি বলেন, স্পিকার থাকাকালীনও মনখুলে কথা বলতে পারতাম। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা অন্যান্য বিষয়ে কথা বললেও তা আমার প্রেসসেক্রেটারি সাংবাদিকদের কাছে তাদের প্রটোকলের নিয়মানুযায়ী ব্রিফ করেন, এতে আমার অনেক কথাই আসে না। রাষ্ট্র প্রধানের কথাবার্তা প্রেসে অনেক সময় টুয়িস্ট হয় বলেই এই বাধ্যবাধকতা।

তিনি বলেন, রাষ্ট্রপতি পদটি নিরপেক্ষতার প্রতীক, সুতরাং বিতর্ক সৃষ্টি করতে পারে এমন মন্তব্য সম্পর্কে সতর্ক থাকতেই রাষ্ট্রপতির মন খুলে কথা বলার এই বাধ্য-বাধকতা।


সভাপতির বক্তব্যে আব্দুল গাফ্ফার চৌধুরী বলেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার প্রজ্ঞা, নিরপেক্ষতা জনআস্থা ব্যবহার করে বাংলাদেশের বর্তমান ক্রান্তিকাল উত্তরণের একটি পথ বের করবেন এমনটি আশা করে জাতি

0 Response to "প্রটোকলের বেড়াজালে আমি বন্দি : রাষ্ট্রপতি"

Post a Comment