সাভার (ঢাকা): দুর্ঘটনা কবলিত এসবি লিঙ্ক পরিবহনের
বাসটির চালক কোরবান আলীকে ধূমপান করতে নিষেধ করাই কাল হয়েছে যাত্রীদের।
নিষেধ উপেক্ষা করে ক্ষিপ্ত চালক বাসটি চালাতে থাকেন বেপরোয়া গতিতে। শেষে
ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ডে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে নিজেও প্রাণ
হারান।
দুর্ঘটনার থেকে প্রাণে বেঁচে যাওয়া ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীণ যাত্রী কাওয়ালীপাড়া গ্রামের নুরজাহান জানান, চালককে ধূমপান করতে নিষেধ করায় তিনি আমাদের ওপর ক্ষিপ্ত হন। পরে বেপায়ারা গতিতে গাড়ি চালাতে শুরু করেন। যাত্রীরা তাকে বার বার ধীরে চালানোর জন্য বললেও তিনি কর্ণপাত করেননি।
নুরজাহান আরো বলেন, দুর্ঘটনার বেশ কিছু আগে চালক মোবাইল ফোনে কথাও বলছিলেন। পরে আমাদের বাসটি ধামরাইয়ের জয়পুর এলাকায় পৌঁছলে হঠাৎ করে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এছাড়া কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনার শিকার বাসদুটিকে পেছন থেকে একটি পণ্যবাহী ট্রাক প্রবল জোরে ধাক্কা দেয়।
এ দুর্ঘটনায় প্রাণ হারায় ওই চালকসহ ৮ যাত্রী। আহত হয় কমপক্ষে ৩০ জন।
নিহতদের মধ্যে রয়েছেন এসবি লিঙ্ক পরিবহনের ধূমপানকারী ওই চালক কোরবান আলীও (৪৯)।
বেঁচে যাওয়া যাত্রীদের অভিযোগ, চালক সতর্কতার সঙ্গে বাস চালালে এমন দুর্ঘটনার মুখোমুখি হতে হতোনা। চালককে ধূমপান করাতে নিষেধ করাই যাত্রীদের জন্য কাল হয়েছে।
দুর্ঘটনার থেকে প্রাণে বেঁচে যাওয়া ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীণ যাত্রী কাওয়ালীপাড়া গ্রামের নুরজাহান জানান, চালককে ধূমপান করতে নিষেধ করায় তিনি আমাদের ওপর ক্ষিপ্ত হন। পরে বেপায়ারা গতিতে গাড়ি চালাতে শুরু করেন। যাত্রীরা তাকে বার বার ধীরে চালানোর জন্য বললেও তিনি কর্ণপাত করেননি।
নুরজাহান আরো বলেন, দুর্ঘটনার বেশ কিছু আগে চালক মোবাইল ফোনে কথাও বলছিলেন। পরে আমাদের বাসটি ধামরাইয়ের জয়পুর এলাকায় পৌঁছলে হঠাৎ করে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এছাড়া কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনার শিকার বাসদুটিকে পেছন থেকে একটি পণ্যবাহী ট্রাক প্রবল জোরে ধাক্কা দেয়।
এ দুর্ঘটনায় প্রাণ হারায় ওই চালকসহ ৮ যাত্রী। আহত হয় কমপক্ষে ৩০ জন।
নিহতদের মধ্যে রয়েছেন এসবি লিঙ্ক পরিবহনের ধূমপানকারী ওই চালক কোরবান আলীও (৪৯)।
বেঁচে যাওয়া যাত্রীদের অভিযোগ, চালক সতর্কতার সঙ্গে বাস চালালে এমন দুর্ঘটনার মুখোমুখি হতে হতোনা। চালককে ধূমপান করাতে নিষেধ করাই যাত্রীদের জন্য কাল হয়েছে।
0 Response to "ধূমপানে নিষেধ করাই কাল হলো যাত্রীদের"
Post a Comment