.

নাইজেরিয়ান নাগরিকদের র‌্যাব তল্লাশিকালে জালটাকা ও যন্ত্রপাতি উদ্ধার

Md. Sazzadur Rahman : বিকাল ৪.১৫ মিনিটে (19/11/13) শ্যামলী আদাবর রোডে র‌্যাব-২ চেক পোস্ট বসায় এমতাবস্থায় তার একটি কালো রংয়ের প্রাইভেট কার যার নম্বর ঢাকা মেট্রো-গ ১৪-৬৫৭০ সিগন্যাল দেয়। তখন তারা গারিটি চেক করে দুইজন নাইজেরিয়ান নাগরিককে দেখতে পায়। তখন তারা দুইজনকে তল্লাশী করে মূহুর্তের মধ্যে একজন পালিয়ে যায়। আটক গারিটির ব্যাগডালা থেকে সাদা রং-এর একটি কার্টুন থেকে জাল টাকা তৈরীর মেসিন ও একহাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রি. ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত মহাসচিব এম. এম. ইব্রাহিম দুলাল, জাহাঙ্গীর আলম, মোঃ নিজাম উদ্দিন (সহ-সভাপতি ঢাকা বিভাগ ) ও সাংবাদিক আমির হোসেন, মোঃ সেন্টু ।

0 Response to " নাইজেরিয়ান নাগরিকদের র‌্যাব তল্লাশিকালে জালটাকা ও যন্ত্রপাতি উদ্ধার"

Post a Comment