.

রাণীনগরে মধুপুর গ্রামে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল বিথি

রানীনগর প্রতিনিধি :গত দু’দিন ধরে চলছে আয়োজন। সকাল থেকে চলছে রান্না-বান্নার কাজ। আগত অতিথিদের পদচারনায় ও হাসি-খুশিতে মুখর হয়ে উঠেছে বিয়ে বাড়ী। বেলা সাড়ে ১২ টায় উপস্থিত হলেন রানীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও থানাপুলিশ। নিমিশের মধ্যেই ম্লান হয়ে গেল সবকিছু। মহিলা বিষয়ক কর্মকর্তা ও থানাপুলিশ বন্ধ করে দিলেন আলোচিত এই বিয়ে। অবশ্য তখনও পৌছেনি বর। বর আসেনি, বিয়েও হয়নি। বন্ধ হয়ে গেল আলোচিত বাল্য বিয়ে। বাল্য বিয়ের অভিসাপ থেকে রক্ষা পেল বিথি আক্তার (১৭)। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাণীনগর উপজেলার মধুপুর গ্রামে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানাপুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌছে মেয়ের অভিভাবকের কাছ থেকে ১৮ বছর পূর্ন না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবনা মর্মে লিখে নিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়। বিয়েটি ঠিক হয়ে ছিল একই উপজেলার পারইল গ্রামে।

0 Response to "রাণীনগরে মধুপুর গ্রামে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল বিথি"

Post a Comment