.

সাভারে সহকর্মীর গুলিতে এএসআই আহত

সাভার (ঢাকা) : সাভার থানা রোডের বিসমিল্লাহ টাওয়ারে গোয়েন্দা কার্যালয়ে রোববার বিকেলে সহকর্মীর গুলিতে আহত হয়েছেন পুলিশ কর্মকর্তা ইউনুস হোসেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে এএসআই পদে কর্মরত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কার্যালয়ে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে পুলিশের পোশাক পরা এক কর্মকর্তাকে ওই কার্যালয় থেকে গুলিবিদ্ধ অবস্থায় বের করে আনা হয়। গুরুতর অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যান। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বলেছেন, আহত পুলিশ কর্মকর্তার হাতে গুলিবিদ্ধ হয়েছেন। তার হাতে অস্ত্রোপচার করা হয়েছে।
সেখানে চিকিৎসা তদারকির দায়িত্বে থাকা ডিবির এসআই মাসুম জানান, বিষয়টি মিস ফায়ার। কীভাবে এ ঘটনা ঘটলো জানতে চাইলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, ডিবি কার্যালয়ে কর্মরত এসআই আশরাফুল ইসলাম নিজের ব্যবহৃত রিভলবারটির নাড়াচারা করছিলেন। এর এক পর্যায়ের রিভলবারটির ট্রিগারে চাপ পড়লে সামনে বসা পুলিশ কর্মকর্তা ইউনুস গুলিবিদ্ধ হন। তবে কী কারণে ডিএমপির ওই কর্মকর্তা সেখানে অবস্থান করছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

0 Response to " সাভারে সহকর্মীর গুলিতে এএসআই আহত"

Post a Comment