চলন্ত
বাসে
পিকেটারদের ছোড়া
পেট্রোল বোমায়
ঝলসে
গেছে
আট
শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে
রাজধানীতে এ
ঘটনা। অগ্নিদগ্ধ আট
জনকেই
ঢাকা
মেডিকেল কলেজ
হাসপাতালের বার্ন
ইউনিটে
চিকিৎসা নিচ্ছেন।
তিনদিন
ধরে
১৮
দলীয়
জোটের
হরতাল
চলছে।
কিন্তু
থেমে
থাকছে
কি
মানুষের জীবন?
না।
জীবনের
তাগিদে
তাই
হরতালের মধ্যে
রাজপথে
বেরিয়ে
আসতে
হচ্ছে
নগরবাসীকে। সেই
বেরিয়ে
আসাটাই
যেন
কাল
হলো
আটজনের
জন্য।
রাজধানীর রায়েরবাগে বাসে
আগুন
দিলো
হরতালকারীরা। একসাথে
আটজন
শিক্ষার্থী আগুনে
পুড়লো।
নিজ
নিজ
শিক্ষাঙ্গনে যাওয়ার
উদ্দেশ্য ছিল,
কিন্তু
যেতে
হলো
ঢাকা
মেডিকেল কলেজ
হাসপাতালের বার্ন
ইউনিটে।
মান্নানের ১৯ শতাংশ, শুভর ১৫ শতাংশ এবং রাবেয়ার ১১ শতাংশ পুড়ে গেছে। হতভাগ্যদের এ নিমর্মতার জন্য কাকে দায় দেবে তারা?
মান্নানের ১৯ শতাংশ, শুভর ১৫ শতাংশ এবং রাবেয়ার ১১ শতাংশ পুড়ে গেছে। হতভাগ্যদের এ নিমর্মতার জন্য কাকে দায় দেবে তারা?
টানা
হরতালে
আগুনে
পুড়ে
মারা
গেল
শিশু
মনির।
বার্ন
ইউনিটে
মৃত্যুর সঙ্গে
পাঞ্জা
লড়ছে
স্বর্ণ
ব্যবসায়ী মন্টু।
আরো
কতজনকে
যে
আগুনে
পুড়তে,
তা
কে
জানে?
সরকারের মন্ত্রীরা তাদের
দেখতে
গেলেন
বার্ন
ইউনিটে।
সামনে
আরো
হরতাল।
সকলের
আশঙ্কা,
এরকম
আরো
কতজনের
ভাগ্যে
অপেক্ষা করছে
আগুনে
পুড়ে
যাওয়ার
আর্তনাদ।
0 Response to "রাজধানীতে চলন্ত বাসে আগুন; দগ্ধ ৮ জন"
Post a Comment