.

চট্টগ্রামে দুই বোনকে ধর্ষণ করেছে নিরাপত্তাকর্মী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে: চট্টগ্রামে জুসের সঙ্গে নেশাজাত দ্রব্য খাইয়ে বাড়ির নিরাপত্তাকর্মী ধর্ষণ করেছে দুই শিশুকে। তারা একে অপরের বোন। তাদের এক জনের বয়স ৭ এবং অপরজনের বয়স ৮। গত রাত ৮টার পর খুলশী থানার দেয়ার পড়ার কুসুম বাগ এলাকার শামসুল আলমের নির্মাণাধিন বাড়িতে এ ঘটনা ঘটে। ধর্ষক ওই বাড়ির নিরাপত্তা কর্মী রাশেদ (৩২)। ঘটনার পরপরই দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়। পুলিশ আজ বিকেল আড়াইটার দিকে রাশেদকে আটক করে।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যার পর ওই বাড়ির প্রতিবেশী দুই বোন নির্মাণাধিন বাসার সামনে দিয়ে যাওয়ার সময় রাশেদ তাদের জুস খেতে ডাকে। সরল বিশ্বাসে তারা নিরাপত্তাকর্মীর রুমে গিয়ে জুস খায়। এসময় রাশেদ তাদের সঙ্গে নানা গল্প শুরু করে। এর কিছুক্ষণ পরই দুই বোন অজ্ঞান হয়ে পড়ে। পরে সে ধর্ষণ করে। এর কিছুক্ষণ পর তাদের একজনের জ্ঞান ফিরলে তার চিৎকারে স্থানীয়রা এসে দুই বোনকে উদ্ধার করেন। ভর্তি করা হয় হাসপাতালে। তবে ওই সময় রাশেদ ধর্ষণের অভিযোগ অস্বীকার বরে। রাতে মেয়ে দুটির বাবা ঘটনাটি থানাকে অবহিত করলে পুলিশ সকালের দিকে ঘটনাস্থলে যায়। কিন্তু এসময় রাশেদকে আটক না করে তারা বিষয়টি আপষে মীমাংশার চেষ্টা করে। তবে শিশুদের বাবার অসম্মতির কারণে তাকে আটক করা হয়। এদিকে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মেডিকেল রিপোর্টে একজনকে ধর্ষণের প্রমাণ পেয়েছেন চিকিৎসকরা। রাশেদ প্রভোস্ট প্রোপারটিজের নিরাপত্তাকর্মী। তার বাড়ি কুমিল্লায়।

0 Response to "চট্টগ্রামে দুই বোনকে ধর্ষণ করেছে নিরাপত্তাকর্মী"

Post a Comment