নিজস্ব প্রতিনিধিঃ উত্তাপ হারিয়েছে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের
দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৮৪ দিনের হরতাল। হরতালের
তৃতীয় দিন মঙ্গলবার সকাল থেকে রাজধানীতে প্রচুর পরিমাণ গাড়ি চলতে দেখা
গেছে। জীবনযাত্রাও স্বাভাবিক রয়েছে।গত দুইদিনের মত আজ ১৮ দলের নেতাকর্মীদের
পিকেটিংও চোখে পড়েনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সতর্ক অবস্থায়
রয়েছেন। রাজধানীর ফার্মগেট, গাবতলী, মিরপুর, মতিঝিল, পল্টন, প্রেসক্লাব,
মালিবাগ, শাহবাগ, বাংলামটর, মহাখালী, গুলশান, বনানী, উত্তরা ও বিমানবন্দর
এলাকাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা এ চিত্র দেখা গেছে।
রাজধানীতে মানুষের চলাফেরা স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকান, বিপণি-বিতানগুলো খুলছে। সকাল থেকেই বাসস্ট্যান্ডগুলোতে অফিসগামী মানুষের ভিড় লক্ষ করা গেছে। মানুষকে লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে দেখা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানাগেছে, মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিল করেছে হরতাল সমর্থকরা।
তবে পিকেটারদের নাশকতা এড়াতে রাজধানী কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলা হয়েছে।
রাজধানীতে মানুষের চলাফেরা স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকান, বিপণি-বিতানগুলো খুলছে। সকাল থেকেই বাসস্ট্যান্ডগুলোতে অফিসগামী মানুষের ভিড় লক্ষ করা গেছে। মানুষকে লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে দেখা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানাগেছে, মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিল করেছে হরতাল সমর্থকরা।
তবে পিকেটারদের নাশকতা এড়াতে রাজধানী কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলা হয়েছে।
0 Response to "উত্তাপ হারিয়েছে ৮৪ ঘণ্টার হরতাল"
Post a Comment