.

রাজধানীতে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরনঃ আতঙ্ক বিরাজ

আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর অন্তত ১১টি কেন্দ্রে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে রাজধানীতে অবস্থান করা সকল ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সকাল সাড়ে ৮টার দিকে চানখাঁরপুল প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে দুটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময় চানখারপুল মোড়ে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এদিকে, আজ ভোরে ইসলামবাদ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়, রহমতগঞ্জ কলেজ, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ, বকশীবাজার ড. শহীদুল্লাহ কলেজসহ অন্তত দশটি ভোটকেন্দ্রে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এ সব ঘটনায় ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

0 Response to "রাজধানীতে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরনঃ আতঙ্ক বিরাজ"

Post a Comment