ঢাকা: সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে মধ্যরাতে
দায়সারা ব্রিফিং করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন
আহমদ। এ ব্রিফিংয়ে নির্বাচন নিয়ে কোন প্রশ্নেরই স্পষ্ট উত্তর পাওয়া যায়নি
তার কাছ থেকে।
রোববার রাত আড়াইটার দিকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফিং করতে আসেন সিইসি। ব্রিফিংয়ের শুরুতে সব সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রশ্নের স্পষ্ট উত্তর না দেয়ায় গড় ভোট, স্থগিত কেন্দ্রের সংখ্যাসহ কোনো বিষয়ই জানা যায়নি।
কত শতাংশ ভোটগ্রহণ হয়েছে এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এখনো সব কেন্দ্রের ভোটগণনা শেষ হয়নি। ফলে ভোটের গড় প্রসঙ্গে বলা যাচ্ছে না।’
সহিংসতায় কতগুলো কেন্দ্র স্থগিত হয়েছে, এমন প্রশ্নের উত্তরও এড়িয়ে যান তিনি। বলেন, ‘সব কেন্দ্রের খবর এখনো বলা যাচ্ছে না। সব খবর আমাদের কাছে এলেই সে বিষয়ে বলা যাবে।’
কতগুলো কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করতে হবে, সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়ে তখনই বলা যাবে, যখন সবগুলো কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছাবে। এ কেন্দ্রগুলোর মধ্যে যদি ভোটের পার্থক্য খুব বেশি থাকে, তাহলে পুনরায় ভোটগ্রহণ করতে হবে, অন্যথায় হবে না।’
নির্বাচন নিয়ে কমিশন সন্তুষ্ট কি না, এমন প্রশ্ন করা হলে সিইসি বলেন, ‘সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন হলে সবচেয়ে সুন্দর হতো। সিটি নির্বাচনগুলোর পর অনেকেই বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এরপর আমরা আশা করেছিলাম, দুই দলের পার্থক্য কমে আসবে। সে জন্য আমরা অপেক্ষাও করেছি। কিন্তু সাংবিধানিক বাধ্য বাধকতা থাকায় আমাদেরকে নির্বাচন করতে হয়েছে।’
সহিংসতা নিরসনে সেনাবাহিনীর নিরব ভূমিকা প্রসঙ্গে প্রশ্ন করা হয় সিইসিকে। এর জবাবে তিনি বলেন, ‘শুধু সেনাবাহিনী কেন, র্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা আমাদের কাজে সহযোগিতা করেছে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন কমিশনার মো. আবু হাফিজ, ইসি সচিব ড. মুহম্মদ সাদিক, অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম ও জনসংযোগ পরিচালক আসাদ জামান আরজু।
রোববার রাত আড়াইটার দিকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফিং করতে আসেন সিইসি। ব্রিফিংয়ের শুরুতে সব সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রশ্নের স্পষ্ট উত্তর না দেয়ায় গড় ভোট, স্থগিত কেন্দ্রের সংখ্যাসহ কোনো বিষয়ই জানা যায়নি।
কত শতাংশ ভোটগ্রহণ হয়েছে এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এখনো সব কেন্দ্রের ভোটগণনা শেষ হয়নি। ফলে ভোটের গড় প্রসঙ্গে বলা যাচ্ছে না।’
সহিংসতায় কতগুলো কেন্দ্র স্থগিত হয়েছে, এমন প্রশ্নের উত্তরও এড়িয়ে যান তিনি। বলেন, ‘সব কেন্দ্রের খবর এখনো বলা যাচ্ছে না। সব খবর আমাদের কাছে এলেই সে বিষয়ে বলা যাবে।’
কতগুলো কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করতে হবে, সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়ে তখনই বলা যাবে, যখন সবগুলো কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছাবে। এ কেন্দ্রগুলোর মধ্যে যদি ভোটের পার্থক্য খুব বেশি থাকে, তাহলে পুনরায় ভোটগ্রহণ করতে হবে, অন্যথায় হবে না।’
নির্বাচন নিয়ে কমিশন সন্তুষ্ট কি না, এমন প্রশ্ন করা হলে সিইসি বলেন, ‘সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন হলে সবচেয়ে সুন্দর হতো। সিটি নির্বাচনগুলোর পর অনেকেই বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এরপর আমরা আশা করেছিলাম, দুই দলের পার্থক্য কমে আসবে। সে জন্য আমরা অপেক্ষাও করেছি। কিন্তু সাংবিধানিক বাধ্য বাধকতা থাকায় আমাদেরকে নির্বাচন করতে হয়েছে।’
সহিংসতা নিরসনে সেনাবাহিনীর নিরব ভূমিকা প্রসঙ্গে প্রশ্ন করা হয় সিইসিকে। এর জবাবে তিনি বলেন, ‘শুধু সেনাবাহিনী কেন, র্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা আমাদের কাজে সহযোগিতা করেছে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন কমিশনার মো. আবু হাফিজ, ইসি সচিব ড. মুহম্মদ সাদিক, অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম ও জনসংযোগ পরিচালক আসাদ জামান আরজু।
0 Response to "মধ্যরাতে সিইসির দায়সারা ব্রিফিং!"
Post a Comment