.

আসলের কাছে নকল ধরা

রাজধানীর পশ্চিম রামপুরার ওলান এলাকায় গতকাল রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ছয়জন নকল গোয়েন্দা পুলিশকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেইসঙ্গে জব্দ করা হয়েছে একটি হাইয়েস ও দুটি নোয়া মডেলের মাইক্রোবাস, একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি, ডিবি পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লেখা স্টিকার। হাইয়েস ও নোয়া মাইক্রোবাস তিনটির নম্বরগুলো যথাক্রমে : ঢাকা মেট্রো চ-১৩-৭৭২১, ঢাকা মেট্রো চ-৫১-৬১১৯ এবং ঢাকা মেট্রো চ-৫৩-২৩৬৮। তবে এই গাড়ির নম্বরগুলো সঠিক কি না সেই বিষয়ে তদন্ত করবে গোয়েন্দা পুলিশ।
আটককৃত ছয় ভুয়া ডিবি হলো : ফারুক সাইদ (৩৪), আব্বাস আলী (৩২), সুলতান (৩৫), কামাল হোসেন (২৭), জামাল উদ্দীন (৩০) ও জাহাঙ্গীর জম্দ্দার (৩১)।
এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য (পূর্ব বিভাগ) এর জ্যেষ্ঠ সহকারী কমিশনার (সিনিয়র এসি) মোহাম্মদ আসাদুজ্জামান কালের কণ্ঠ অনলাইকে জানান, বেশ কিছুদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি চক্র রামপুরা এলাকায় নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড করছে বলে আমাদের কাছে তথ্য ছিল। এই তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একাধিক টিম গতকাল সন্ধ্যায় রামপুরার ওলান এলাকায় অভিযান চালায়। এই অভিযানে তাদের আটক করা হয়।

0 Response to "আসলের কাছে নকল ধরা"

Post a Comment