.

'বাংলাদেশকে হারাতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে'

অবসর গ্রহণের কারণে সফরকারী শ্রীলঙ্কার টেস্ট দলের বাইরে থাকলেও সীমিত ওভারের টি-২০ ম্যাচের জন্য কলম্বো থেকে উড়ে এসেছেন সাবেক অধিনায়ক অল রাউন্ডার তিলেকরত্নে দিলশান। আজ সোমবার চট্টগ্রামে তিনি দলের সঙ্গে দীর্ঘক্ষণ অনুশীলনও করেছেন। অনুশীলনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলশান বলেছেন, সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ শক্তিশালী দল।
গত দুই তিন বছর ধরেই তারা ভালো ক্রিকেট খেলেছে উল্লেখ করে লঙ্কান এই অলরাউন্ডার বলেন, তারা এখানে হোম গ্রাউন্ডে খেলবে। আশা করি বাংলাদেশকে আমরা সহজে হারাতে পারব না। বাংলাদেশ দল সম্প্রতি দারুণ ক্রিকেট খেলছে। তবে এটা বিষয় নয়, টি-২০ ওভারে কোনো ভুল করার সুযোগ নেই। সেরা খেলতে হবে সবাইকে। আর দুটি বড় আসর আছে সামনে, তাই শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই দলের জন্যই সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে হারাতে হলে আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে। আশা করি বাংলাদেশের সাথে সিরিজটি সহজ হবে না। তারা সাম্প্রতিক সময়ে খুবই ভালো ক্রিকেট খেলছে।
এ সময় দলের অধিনায়কের সর্ম্পকে তিনি বলেন, আমি মনে করি অধিনায়ক হিসেবে চান্ডিমাল খুবই ভালো। গত কয়েক সিরিজ ধরেই সে ভালো অধিনায়কত্ব করেছে। দেশের হয়ে সে দারুণ ক্রিকেট খেলছে। তরুণদের এমন সুযোগ করে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সিনিয়র-জুনিয়র মিলিয়ে দল করা হয়েছে। দলের জন্য এটি খুবই শুভ লক্ষণ। বিশেষ করে তরুণদের জন্য খুবই ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ সাঙ্গাকারা-মাহেলা দলে আছে, যাদের কাছ থেকে তরুণরা অনেক কিছু শিখতে পারবে। বাংলাদেশের সাথে সীমিত ওভারের খেলাগুলো আসন্ন এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-২০'র আগে আমাদের অনেক কাজে দিবে। তাই দলের প্রতিটি খেলোয়াড়ের জন্যই এ সিরিজটি গুরুত্বপূর্ণ। বড় দুটি আসরের আগে প্রতিটি খেলোয়াড় এ সুযোগটি লুফে নিবে।
কৌসল সিলভা এবং সচিত্রা সেনানায়েকে দলের হয়ে সম্প্রতি ভালো করেছে জানিয়ে দিলশান বলেন, আসলে স্কোয়ারডের ১৫ জনই দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে আলাদা করে গুরুত্ব দেয়ার মতো কিছু নেই। কৌসল সিলভা শ্রীলঙ্কার উঠতি তারকার একজন। সে গত কয়েকটি সিরিজে আমার সাথে ব্যাটিং করেছে। বোলারদের ওপর চাপ তৈরি করার সক্ষমতা আছে তার। সচিত্রাও অনেক ভালো স্পিনার। সব মিলিয়ে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে শ্রীলংকা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। প্রত্যাশা করছি, আগামী কয়েকটা দিন সেরা ক্রিকেটই খেলব আমরা।

0 Response to "'বাংলাদেশকে হারাতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে'"

Post a Comment