.

মৌলভীবাজারে নাশকতার অভিযোগে আটক ১৪

মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় নাশকতার অভিযোগে সাবেক উপজেলা যুবদলের সম্পাদক ও ছাত্রদলের সংগঠনিক সম্পাদকসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। কুলাউড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুবের খানকে (৩০) রেলওয়ে জংশন এলাকা থেকে নাশকতার অভিযোগের বুধবার রাত ১টায় আটক করে রেলওয়ে থানা পুলিশ। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত জুবের উছলাপাড়া গ্রামের মৃত গুলজার খানের ছেলে। অপরদিকে জেলা সদরে বিশেষ অভিযান চালিয়ে আটজনকে আটক করে মডেল থানা পুলিশ। বুধবার ভোরে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, মাসুদ পারভেজ (২১), সুহেল মিয়া (২২), কাউছার উল্লা (২৩), সানোয়ার হোসেন (২৭), আলাউদ্দিন মিয়া (২৮), ছালিক উদ্দিন (৩২) বাহার মিয়া (৩৫) ও সাইদুল ইসলাম (৩০)।

এদিকে, শ্রীমঙ্গল উপজেলা থেকে থানা ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১১টার দিকে তাদেরকে আটক করা হয়েছিল। আটকরা হলেন, সাবেক সংগঠনিক সম্পাদক মো: মনোয়ার মিয়া(২৮) তার সহযোগি মাসুম মিয়া(২৫), জায়েদ মিয়া(২০)।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকার ব্যবসায়ী গিয়াস মিয়ার বাড়িতে তারা চাঁদা দাবি করেছিল। এ সময় বাড়ির লোকজন ও পুলিশের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। এ সময় তদের কাজ থেকে আট পিচ ইয়াবা পাওয়া য়ায়। শ্রীমঙ্গল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে  জানান, তাদের বিরুদ্ধে চাঁদাবাজী ও মাদক আইনে মামলা করা হয়েছে।

0 Response to "মৌলভীবাজারে নাশকতার অভিযোগে আটক ১৪"

Post a Comment