.

বাংলাদেশিকে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ!

আজ ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্তে আমিনুর রহমান (৩৫) নামের এক  বাংলাদেশীকে  ভারতীয় গ্রামবাসী ও বিএসএফ বেধড়ক পিটিয়ে হত্যা করেছে।
শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, পরে নিহতের লাশ টেনে হেঁচড়ে ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
সীমান্ত ও বিজিবি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে সীমান্তের ৮৭২ নম্বর মেইন পিলারের নিকট থেকে বাংলাদেশী গরু ব্যবসায়ী আমিনুর রহমানকে ভারতীয়  সীমান্তের অধিবাসীরা ধাওয়া করে বিএসএফের হাতে তুলে দেয়। এ সময় বিএসএফ ও গ্রামবাসীর বেধড়ক পিটুনিতে তার মৃত্যু ঘটে।
স্থানীয় বিজিবি জানিয়েছে, বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানিয়ে কড়া প্রতিবাদপত্র দেয়া হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সীমান্তের ওপার ভারতীয় অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

0 Response to "বাংলাদেশিকে হত্যা করে লাশ নিয়ে গেছে বিএসএফ!"

Post a Comment