.

গোবিন্দগঞ্জে ডাকাত সর্দার মেহেদীর নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিমান্ডে নেয়া ডাকাত সর্দার মেহেদী বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সে রিমান্ডের দ্বিতীয় দিন মঙ্গলবার এই স্বীকারোক্তি দেয় বলে পুলিশ জানান। 



জানা গেছে, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ এলাকা থেকে ২৫ ফেব্রুয়ারী মেহেদী (৩০) গ্রেফতার হয়। পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে নম্বর বিহীন টিভিএস চোরাই মটর সাইকেলসহ বিভিন্ন মটর সাইকেলের কাগজপত্র পাওয়া যায়। এরই প্রেক্ষিতে পুলিশ তাকে ৯ দিনের রিমান্ডের আবেদন সহ আদালতে পাঠাইলে ওই আদালতের বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করে জেলহাজতে পাঠান। থানার ওসি জাহিদুল ইসলাম জানান, রিমান্ডের ২য় দিন মঙ্গলবার পুলিশি জিজ্ঞাসাবাদে মেহেদী নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। প্রাপ্ত তথ্য মতে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় ৭টি, ঘোড়াঘাট থানায় ১টি, পতœীতলা থানায় ১টি ও গোবিন্দগঞ্জ থানায় ১টিসহ দেশে বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে। এ গুলোর অধিকাংশই ছিনতাই, ডাকাতি ও হত্যা মামলা। এর মধ্যে সে ৭টি মামলায় জামিনে থাকলে অবশিষ্ট মামলায় পলাতক রয়েছে বলে জানা গেছে।#

0 Response to "গোবিন্দগঞ্জে ডাকাত সর্দার মেহেদীর নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার"

Post a Comment