.

গোবিন্দগঞ্জে মাজরা পোকার আক্রমনে কৃষক দিশেহারা

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বোরো ক্ষেতে মাজরা পোকার আক্রমনে কৃষকরা অতিষ্ট হয়ে পরেছে। স্থানীয় কৃষি বিভাগ পোকা দমনে ধান ক্ষেতে ডাল বা কঞ্চি পুতে পাখি সংরক্ষণের পরামর্শ দিচ্ছে ।

জানা গেছে, উপজেলার চলতি মৌসুমে ৩১ হাজার ৪শ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ জমিতে ব্যাপক ভাবে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দেবপুর, চিয়ারগ্রাম, ফুলবাড়ী, বাসুদেবপুর, বেড়া মালঞ্চা, নারায়নপুর, সুন্দইল, সমসপাড়া, নাকাই ইউনিয়নের পোগইল, খুকশিয়া, নাকাই, হরিরামপুর ইউনিয়নের, ক্রোড়গাছা, পাখেরা, রামপুরা, বড়দহ, দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী, রহলা, রামনাথপুর, বিশ্বনাথপুর, হাতিয়াদহ, বালুপাড়া, কামারদহ ইউনিয়নের রসুলপুর, বার্না, দীঘলকান্দি, ঘোড়ামাড়া, তারদহ, বকচর ও পৌর এলাকার বেশ কিছু অংশে মাজরা পোকার আক্রমণ বেশি। কৃষকরা জানান, ধান ক্ষেতে নানা ধরণের কীটনাশক প্রয়োগ করেও পোকা দমন না হওয়ায় দুশ্চিন্তায় পরেছেন তাঁরা। কৃষক জাহিদুল ইসলাম জানান, ক্রোড়গাছা মৌজায় ব্যাপক পোকার আক্রমণ দেখা দিলেও কৃষি বিভাগের লোকজনদের লোকদের পাওয়া যাচেছ না। কৃষক নজরুল ইসলাম জানান, কৃষি বিভাগের কাউকে না পেয়ে বাজারের কীটনাশক বিক্রেতার পরামর্শে ধান ক্ষেতে ভিরতাকো ঔষধ প্রয়োগ করে কিছুটা পোকা দমন হয়েছে। উপজেলা কৃষি অফিসার খোরশেদ আলম জানান, পোকা দমনে কৃষকদের সহযোগিতায় কৃষি বিভাগের কোন উদাসিনতা নেই। তিনি আরও জানান, মাজরা পোকা দমনে পাখি সংরক্ষণই যথেষ্ঠ, তাই পাখি সংরক্ষণের জন্য ধান ক্ষেতে ডাল, কঞ্চি পুতে দিতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। #

0 Response to "গোবিন্দগঞ্জে মাজরা পোকার আক্রমনে কৃষক দিশেহারা"

Post a Comment