.

দারিদ্র মুক্ত সমাজ গঠনে সমবায়ীর কোন বিকল্প নেই

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন-উল-হাসান বলেছেন, বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে গ্রামে গ্রামে সমবায় সমিতি গড়ে তুলতে হবে। সমবায়ী ছাড়া দারিদ্র মুক্ত সমাজ গঠন করা যাবে না। উপজেলার চিয়ারগ্রাম (দেবপুর)  সমাজ কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের  নাকাই হাটে প্রোগ্রাম অফিস ও ক্ষুদ্র ঋনদান কর্মসূচী উদ্বোধন কালে তিনি প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলে। সমিতির নির্বাহী পরিচালক এম এ সাইফুল ইসলামের সভাপতিত্বে সোমবার বিকাল ৪টায় নাকাইহাট গালর্স স্কুল এন্ড কলেজ হলরুমে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান বেলাল, উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম, নাকাই ইউপি চেয়ারম্যান ওহেদুন্নবী সরকার, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্ডল, এনজিও নেটওয়ার্কের উপজেলা সভাপতি আমিরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোশফেকুর আলম, স্থানীয় সাংবাদিক নুর আলম আকন্দ ও এনজিও কর্মী ওবায়দুর রহমান।

0 Response to "দারিদ্র মুক্ত সমাজ গঠনে সমবায়ীর কোন বিকল্প নেই"

Post a Comment