গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ রবিউল ইসলাম (২৫) নামের এক যুবককের গলাকাঁটা লাশ উদ্ধার হয়েছে। স্থানীয় থানা পুলিশ উপজেলার তালুক রহিমাপুর গ্রামের ফসলের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে। তিনি পার্শ্ববর্তী বিশ্বনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি সেলোমেশিন ঘরে রবিউলের গলাকাঁটা লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। এস.আই ইসমাইল হোসেন জানান, এরই প্রেক্ষিতে ঘটনা স্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবি এম জাহিদুল ইসলাম জানান, ওই সেলোমেশিনের ঘরে দীর্ঘদিন ধরে জীনের বাদশা পরিচয় ধারী প্রতারকরা জুয়া খেলতো। জুয়া খেলা নিয়ে তাদের মধ্যে অন্তদন্দের জের ধরে এ হত্যা কান্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
0 Response to "গোবিন্দগঞ্জে জবাই করে ১ জন কে হত্যা"
Post a Comment