.

গোবিন্দগঞ্জে নাকাই হাট বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ৪তলা ভবনের ভিত্তি প্রস্ত্মর উদ্বোধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাট বহুমূখী উচচ বিদ্যালয়ের ৪তালা ভবনের ভিত্তি প্রস্ত্মর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যÿ আবুল কালাম আজাদ বৃহস্পতিবার বেলা ১১টায় এই উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনার কমিটির সভাপতি মোঃ নুরম্নল ইসলাম প্রধান। বক্তব্য রাখেন, নাকাই মহা বিদ্যালয়ের অধ্যÿ আশরাফ আলী, নাকাই হাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিÿক শেখ সাদী, বর্তমান বিদ্যালয়ের প্রধান শিÿক মোঃ আবু তায়েফ সরকার, স্থানীয় চিকিৎসক শওকত আলী, নিরম্নপম কুমার সরকার, ইউনুস আলী মন্ডল, মোকছেদুর আমীন রিপন প্রমুখ।

0 Response to "গোবিন্দগঞ্জে নাকাই হাট বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ৪তলা ভবনের ভিত্তি প্রস্ত্মর উদ্বোধন"

Post a Comment