পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলায় চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩ মার্চ। প্রার্থীদের প্রচার প্রচারনা ও সাধারন ভোটারদের উৎসাহ উদ্দিপনায় মুখরিত হয়ে উঠছে শহর ও গ্রামের জনপথ। দক্ষিনের নদী মার্তৃক জেলা পটুয়াখালীর সদর উপজেলায় তিন জন চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতায় করছেন। ২৩শে মার্চ ভোট যুদ্ধে বিজয় ছিনিয়ে নিতে ভোটারদের দ্বারে দ্বারে দোয়া ও ভোট প্রার্থনায় উভয় প্রার্থী রয়েছে সক্রিয় । চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এড. তারিকুজ্জামান মনি (আনারস) প্রতিক, বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ শাহাদাৎ হোসেন মৃধা (কাপ-পিরিচ) ও এড. গোলাম সরোয়ার (সতন্ত্র) প্রার্থী হয়ে (দোয়াত-কলম) মার্কা নিয়ে প্রতিদন্ধিতা রয়েছে ।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সমর্থিত মোঃ মিজানুর রহমান মনির খান (টিওবয়েল) বিএনপি সমর্থীত ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ মোশারেফ হোসেন দুলাল মাদবর (মাইক), বিএনপির (বিদ্রহী) প্রার্থী সাইদুর রহমান তালুকদার (বই) ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আঃ মান্নান (উরজাহাজ)এবং জামাতের প্রার্থী এড. নাজমুল আহসান (চশমা) মার্কা নিয়ে প্রতিদন্ধিতা করছেন। সাধারন ভোটারদের ধারনা সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ত্রিমুখী লরাই হলেও এতে যেন পিছিয়ে নেই ভাইস চেয়ারম্যার ও দুই মহিল ভাইস চেয়ারম্যান প্রার্থী। সদর উপজেলার সব প্রার্থীদের ভোটের মধ্যে দিয়ে হাড্ডা হাড্ডি লরাই হবে বলে মনে করেন ভোটারগন ।
চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় তৃনমূলের সমর্থনে মাঠ দখলে শক্ত হতে মরিয়া হয়ে উঠেছেন উভয় প্রার্থী । প্রচার প্রচারনায় পিছিয়ে নেই যেন কোন প্রার্থী ও সমর্থকরা, পছন্দের প্রার্থীর পক্ষে বিজয় ছিনিয়ে আনতে প্রচারভিযানে সমর্থকদেরও বিভিন্ন প্রতিশ্রতি দিয়ে দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করতে দেখা গেছে। এছারাও প্রার্থীরা নিজেদের প্রতীক ভোটারদের মাঝে চিহ্নিত করতে মাইকিং সহ সমর্থীত মার্কার টানিয়ে দেয়া হয়েছে পোষ্টার ছেয়ে গেছে এ উপজেলার সর্বস্তর জনপদ।
তবে সদর উপজেলার সাধারন ভোটারগন এদের তিনজনের কথা ঠিক বুঝে উঠতে না পারলেও ভাইস চেয়ারম্যান পদে মো ঃ মিজানুর রহমান মনির ও জামাতের প্রার্থী এড. নাজমুল আহসান (চশমা) মার্কার মধ্যে ভাইস চেয়ারম্যান হিসাবে বিজয় ছিনিয়ে নিতে পারে বলে ধারনা করেন। পটুয়াখালী সদরে উপজেলা নির্বাচন পটুয়াখালী সদর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭হাজার ১শ’ ৫ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ১৯হাজার ৭০ এবং মহিলা ভোটার ১ লাখ ৫হাজার ১শ’ ৮০জন। এ উপজেলায় ১টি পৌরসাভা,১২টি ইউনিয়ান,৮৬টি ভোট কেন্দ্র এবং ৪৯৭টি ভোটকক্ষো রয়েছে।
প্রার্থীরাই নিজেদের দলের নীতি আদর্শ আর যার যার উন্নয়নের অগ্রযাত্রার প্রতিশ্রতি দিয়ে ভোট চেয়ে কর্মী ও সর্মথকগন ছুটছে দ্বারে দ্বারে। চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দলের মধ্যে এবং বাইরে যতই গ্রুপিং বা কোন্দল থাকুক না কেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে লড়াইয়ে যেন এতেটুকো কমতি নেই।
0 Response to "পটুয়াখালী সদর উপজেলার ভোট যুদ্ধ ২৩শে মার্চ চেয়ারম্যান প্রার্থীদের ত্রিমুখী লড়াই"
Post a Comment