পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালীতে চালু হয়েছে গ্রামীন ফোনের থ্রিজি নেটওর্য়াক
গতকাল বুধবার সকাল ৯ টায় পটুয়াখালী সরকারি কলেজ রোডে কোম্পানির ডিস্ট্রিবিউষন অফিসে কেক কাটার মধ্য দিয়ে থ্রিজি নেটওর্য়াকের আনুষ্ঠনিক উদ্ধোধন করেন পটুয়াখালী জেলা প্রসাশক জনাব অমিতাভ সরকার। পটুয়াখালীর গ্রামীন ফোনের ডিস্ট্রিবিউটার জনাব ¯œাহাংশু সরকার এর সভাপতিত্বে একটি র্যালী বের হয়ে সহরের প্রাধান প্রাধান সড়ক প্রদক্ষীন করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় অনন্য দের মাঝে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার রফিকুল হাসান গনি, গ্রামীন ফোনের রিজিওনাল সেলস হেড জনাব. সিরাজ উদ্দীন লস্কর ,বরিশাল টেকনোলজি হেড জনাব মো নন্দন কুমার সাহা সহ জেলার গ্রামীন ফোনের সকল সম্মানিত ডিলর এবং সকল কর্মকর্তা ও কর্মচারিরা।
0 Response to " গ্রামীন ফোনের থ্রিজি নেটওর্য়াক এখন পটুয়াখালীতে"
Post a Comment