.

গোবিন্দগঞ্জে মাদক ট্রাজেডির আশঙ্কা

গোবিন্দগঞ্জ থেকে নুরআলম আকন্দঃ গোবিন্দগঞ্জ উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে ভয়াবহ মাদক ট্রাজেডির আশংঙ্কা করেছেন সচেতন মহল। বাংলা নববর্ষ উপলক্ষে সম্প্রতি মাদক ব্যবসায়ীদের তৎপরতা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করায় তাঁরা এই আশঙ্কা করেন। 

জানা গেছে, বিগত ১৯৯৮ সনে বাংলা নববর্ষ রাতে জেলায় বিষাক্ত মাদকদ্রব্য সেবন করে ৮১জন মারা যায় এবং অসুস্থ হয় প্রায় ৩০০জন। দেশে এই স্মরণকালের এই ভয়াবহ মাদ্রক ট্রাজেডির ঘটনায় গোবিন্দগঞ্জ সহ জেলা ব্যাপী শুরু হয় মাদক বিরোধী অভিযান। এমনকি হোমিওপ্যাথিক ঔষধের দোকানগুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ রেক্টিফাইড স্প্রিড উদ্ধার করে। স্থানীয় প্রশাসেনর পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা মাদকমুক্ত ঘোষনা করা হয়। প্রশাসনের তৎপরতার কারণে বেশ কয়েক বছর গোপনে মাদকদ্রব্য বেচাকেনা হলেও বর্তমানে প্রকাশ্যে বেচাকেনা হচ্ছে। দীর্ঘদিন থেকে ৪টি সীমান্ত রুট দিয়ে এ উপজেলায় মাদকদ্রব্য আসছে। রুট গুলো হল-দিনাজপুর থেকে ঘোড়াঘাট হয়ে গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট থেকে পলাশবাড়ী হয়ে গোবিন্দগঞ্জ, হিলি আটাপাড়া থেকে পানিতলা ফুলপুকুরিয়া হয়ে গোবিন্দগঞ্জ ও পাঁচবিবি থেকে কামদিয়া হয়ে গোবিন্দগঞ্জ। মাদক ব্যবসায়ীরা ভারতীয় চোরাইকারীদের মত বিভিন্ন স্থানে গুপ্ত গুদামে মাদকদ্রব্য জাত করে থাকে। আবার অনেক সময় পলিথিনের বড় বস্তা ভরে গর্ত করে মাটির নিচে পুতে রাখে। পরে এই উপজেলার চাহিদা মেটানোর পর পাচার করা রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে। 

0 Response to "গোবিন্দগঞ্জে মাদক ট্রাজেডির আশঙ্কা"

Post a Comment