গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি এইচএসসি পরীক্ষায় সিড বেডে পরীক্ষা দেয়ার হিড়িক পড়েছে। গতকাল মঙ্গলবার ৬টি কেন্দ্রের মধ্যে গোবিন্দগঞ্জ কলেজ কেন্দ্রে ১৬ জন, গোবিন্দগঞ্জ মহিলা কলেজ (ডিগ্রী) ২ জন শিক্ষার্থী সিড বেডে পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে। উপজেলা ৬টি কেন্দ্রের প্রতিটিতে এ রকম পরীক্ষা দেয়া হচ্ছে।
জানা গেছে, এ উপজেলায় ৬টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে ৩ হাজার ৯৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা কেন্দ্রে বহিরাগতদের অবাধ যাতায়াত সহ চলছে নকলের উৎসব। অতিরিক্ত সুবিধার জন্য উপজেলার প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীরা ডাক্তারের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করে কেন্দ্রের দায়িত্বশীলদের ম্যানেজ করে সিড বেডে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করেছে বলে অভিযোগ উঠেছে। গোবিন্দগঞ্জ কলেজ কেন্দ্রে মঙ্গলবার অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অর্ধ শতাধিক ছাত্রী সিড বেডে পরীক্ষা দিয়েছে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত নারায়ন চন্দ্র পাল সিড বেডে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করে বলেন, কলেজে সিড বেডে ১৬ জন পরীক্ষা দিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মামুন-উল-হাসান জানান, এত সংখ্যক পরীক্ষার্থী সিড বেডে পরীক্ষা দেয়ার কথা তিনি জানেন না। তিনি মাত্র গোবিন্দগঞ্জ মহিলা কলেজ(ডিগ্রী) কেন্দ্রে ২ জনকে সিড বেডে পরীক্ষা দেয়ার অনুমতি দিয়েছেন।
0 Response to "গোবিন্দগঞ্জে সিড বেডে পরীক্ষা দেওয়ার হিড়িক"
Post a Comment