.

গোবিন্দগঞ্জে শীলাবৃষ্টিতে ৩৮০ হেক্টর ফসলের ক্ষতি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আকস্মিক ঝড়ো হাওয়া ও শীলাবৃষ্টিতে বোরো ধান সহ বিভিন্ন মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শীলাবৃষ্টির তীব্র আঘাতে প্রায় অর্ধশত টিনের ঘড়ের চালা ফুটো হয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম জানান, শনিবার গভীর রাতে তালুক কানুপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপর দিয়ে ঝড়ো হাওয়া সহ শীলাবৃষ্টি বয়ে যায়। এতে প্রায় ৩৮০ হেক্টর জমির বোরো ধান আঘাত ক্ষতিগ্রস্থ হয়। যার মধ্যে প্রায় ২৫ হেক্টর জমির ধান সম্পূর্ণ ক্ষতি গ্রস্থ হয়েছ্য্যে। এছাড়াও প্রায় অর্ধ শতাধিক টিনের ঘরের চালা শীলাবৃষ্টির আঘাতে ফুটো হয়ে যায়। সব চেয়ে ক্ষতির শিকার হয়েছে উপজেলার দেবপুর রামনাথপুর গ্রাম।

0 Response to "গোবিন্দগঞ্জে শীলাবৃষ্টিতে ৩৮০ হেক্টর ফসলের ক্ষতি"

Post a Comment