.

গোবিন্দগঞ্জে আলোচিত পলাশ হত্যা মামলার মুলহোতা সাড়ে ৩ বছরেও গ্রেপ্তার হয়নি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইর ফকির পাড়া গ্রামের আলোচিত পলাশ হত্যা মামলার মুলহোতা সাদেক আলী ও ভুট্্র মিয়া দীর্ঘ সাড়ে ৩ বছরেও গ্রেপ্তার হয়নি।  এতে করে মামলার বাদি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জানা গেছে, ওই গ্রামের মৃত্যু কাবাশিয়ার ছেলে রফিকুল ইসলামের সাথে প্রতিবেশি সোলায়মানের ছেলে সাদেক আলীর পূর্বশত্রুতার জের ধরে দীর্ঘদিন থেকে মনোমালিন্য চলে আসছিল । এরই জের ধরে ২০১১ সালের ২৬ অক্টোবর বিবদমান দু পক্ষের মধ্যে সংঘর্ষের সুত্রপাত ঘটে। এতে  ছুরিকাঘাত ও মারপিটে গুরুতর আহত পলাশ (২৬)কে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।  এ বিষয়ে নিহতর বড় মা হাজেরা বেগম স্থানীয় থানায় ১২ জনকে অভিযুক্ত করে মামলা করেন ,যার জি. আর নং- ৩২৫/১১। তদন্তকারি কর্মকর্তা  চার্জশিট আদালতে জমা দিলেও মামলার কথিত মুলহোতারা আজও রয়েছে ধরা ছোয়ার বাইরে।গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি শহিদুল ইসলাম চৌধুরী জানান, এই মামলার মুলহোতাদের নামে ১বছর আগে আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা জারী হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হচ্ছেনা । হাজেরা বেগম জানান, আসামীরা প্রকাশ্যে বাড়ীতে বসবাস করছে। জানানোর পরও পুলিশ আসামী গ্রেপ্তার করছেনা। আসামী গ্রেপ্তারে পুলিশের গড়িমসির কারনে বিচারে বিঘœ হচ্ছে। এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন,  রাত ১০টার পর বাদির লোকজনকে থানায় আসতে বলেন আমি তাকে আসামী ধরার জন্য পুলিশের সঙ্গে পাঠিয়ে দিব। 

0 Response to "গোবিন্দগঞ্জে আলোচিত পলাশ হত্যা মামলার মুলহোতা সাড়ে ৩ বছরেও গ্রেপ্তার হয়নি"

Post a Comment