.

স্বরূপকাঠীর ইন্দেরহাট বন্দরে সুন্দরী চোরাই কাঠের নিরাপদ স্থান অবশেষে টনক নড়েছে বন বিভাগের কর্মকর্তার

স্বরূপকাঠী প্রতিনিধিঃ হাত বাড়ালেই মূল্যবান সুন্দরী কাঠ পাওয়া যায় ইন্দেরহাট বন্দরের নদী নালা খাল ও পুকুরে। খুলনা বিভাগের সুন্দরবন এলাকার মহামূল্যবান সুন্দরী কাঠ দীর্ঘদিন যাবৎ চোরাই পথে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে কতিপয় অসাধু ব্যবসায়ীরা। গতকাল এরই ধারাবাহিকতায় বন বিভাগের উদ্যোগে কোষ্টগার্ডের সহযোগিতায় লক্ষ লক্ষ টাকার চোরাই সুন্দরী কাঠ উদ্ধার করেন বন বিভাগ কর্মকর্তারা। 

বালিহারী, বলদিয়া ও বরছাকাঠীর বিভিন্ন নদী, খাল ও পুকুর থেকে এ মূল্যবান কাঠ উদ্ধার করেন কোষ্টগার্ডের সদস্যরা। সূত্র জানায়, “চোরা চালানের স্বর্গ রাজ্য” হিসাবে খ্যাত এ বন্দরে বছরের পর বছর ভরা মৌসুম থেকে শুরু করে গোলপাতার ব্যবসার আড়ালে চলে এ সুন্দরী কাঠের রমরমা ব্যবসা। এলাকায় কিছু অসাধূ ব্যবসায়ীরা বন বিভাগের যোগসাজসে অতি সুকৌশলে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে পৈত্রিক ব্যবসার সূত্র ধরে। গোলপাতা নৌকার বহর থেকে গত এক সপ্তাহ যাবৎ ইন্দেরহাট বন্দরে নেমেছে লক্ষ লক্ষ টাকার অবৈধ মূল্যবান সুন্দরী কাঠ । 

এ ব্যাপারে বাগেরহাট রেইঞ্জ অফিসার প্রধান গাজী মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং কিছু সৎ সাহসী সাংবাদিকদের গোপন তথ্যের ভিত্তিতে আমরা নিশ্চিত হই ইন্দেরহাট বন্দরে চোরাই সুন্দরী কাঠ রয়েছে। অবশেষে দায়সার এড়াবার জন্য কোষ্টগার্ডের সহযোগিতায় বন বিভাগের রেইঞ্জ অফিসার ও তার দল অভিযানে নামে ইন্দেরহাট বন্দরের বিভিন্ন এলাকায়। 

সর্বশেষ সংবাদ অনুযায়ী জাতীয় ইলেক্টিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অনেক অজানা তথ্য বের হয়ে আসছে গোপন সুন্দরী চোরাই কাঠের রমরমা ব্যবসার মধ্য দিয়ে। এদিকে আমাদের প্রতিনিধি সরেজমিনে রেইঞ্জ অফিসার কামাল উদ্দিনের সাথে আলাপকালে  তিনি মিডিয়াকে জানান, সন্ধ্যার পরও ইন্দেরহাট বন্দরে চোরাই সুন্দরী কাঠের উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। রেইঞ্জ অফিসার কামাল উদ্দিন দৈনিক দিনকালকে জানান, ২৫০ পিচ সুন্দরী কাঠ উদ্ধার করার পরও আগামীতে প্রায় ১০০০ পিচের উপরে উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। এদিকে চোরা চালানের অভিযানকে সাধুবাদ জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নের্তৃবৃন্দ। 

0 Response to "স্বরূপকাঠীর ইন্দেরহাট বন্দরে সুন্দরী চোরাই কাঠের নিরাপদ স্থান অবশেষে টনক নড়েছে বন বিভাগের কর্মকর্তার"

Post a Comment