.

গোবিন্দগঞ্জে জামায়াত নেতাকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ আব্দুর রশিদ নামে এক জামায়াত নেতাকে আটক করার পর ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার মধ্যরাতে থানায় এ ঘটনায় পুলিশের ভুমিকা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ত্রিমুখী সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬৭ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে ৫ পুলিশসহ ২০জন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ এরই প্রেক্ষিতে বেলা ৪টায় পৌর এলাকা থেকে আব্দুর রশিদ কে আটক করে হ্যান্ডক্যাপ লেগে এনে থানা হাজতে রাখে। পরে তাকে ৮ঘন্টা থানা হাজতে আটকে রাখার পর রাত ১২টার দিকে ছেড়ে দেয়। তিনি পৌর জামায়াতের ১নং ওয়ার্ডের সভাপতি বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার ওসি জাহিদুল ইসলাম জানান, ওকি করে এটা আমার জানার দরকার নেই। তবে ছেড়ে দিয়েছি এটাই শেষ কথা।

0 Response to "গোবিন্দগঞ্জে জামায়াত নেতাকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ"

Post a Comment