.

পটুয়াখালীর দুমকী উপজেলা নির্বাচনে ত্রিমূখী লরাই এখন দ্বিমূখী সরে দাড়ালেন জাপা সমর্থীত প্রার্থী।

পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিমূখী হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার গুঞ্জন ছিল সপিং মল, চায়ের দোকান থেকে শুরু করে হাট,বাজার, রাস্তাঘাট পাড়া মহল্লা সহ উপজেলার সর্বস্তরে। উল্লেখ্য, গত ২৩ মার্চ অণুষ্ঠিত দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ¦ন্ধি ৭ প্রার্থীর মধ্যে ৪জন প্রার্থী আগে-ভাগেই নির্বাচন থেকে সড়ে দাড়ানোর ফলে আ’লীগের মো: শাহজাহান সিকদারের (দোয়াত কলম) প্রতীক এর সাথে জাতীয় পার্টির প্রার্থী মো: সুলতান আহম্মেদ হাওলাদার (ঘোড়া) প্রতীক ও জামায়াতের ডা. আবদুল ওহাব মিনার এর তীব্র প্রতিদ্বন্দিতা হয়েছে। ওই নির্বাচনে ২১কেন্দ্রের মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ১৬টি কেন্দ্রের ফলাফলে আ’লীগের শাহজাহান সিকদার (দোয়াত কলম) ১হাজার ৪শ’৯২ ভোট পেয়ে জয়ের পথে এগিয়ে রয়েছেন। বাকী ৫টি কেন্দ্রের নির্বাচন আগামী ৯এপ্রিল প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীর মধ্যে থেকে দ্বিতীয় অবস্থানে থাকা জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: সুলতান আহম্মেদ হাওলাদার নির্বাচন থেকে সড়ে দাড়ানোয় আওয়ামী সমর্থীত একক প্রার্থী মো:শাহজাহান সিকদার এর বিজয় অনেকটা নিশ্চিত হয়ে গেছে। নির্বাচনের সময় দুমকি উপজেলার ২১ কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্রে বিচ্ছিন্ন সহিংসতায় ভোট কেন্দ্র দখল সহ নানা অনিয়েমের কারনে কেন্দ্র গুলো বন্ধ করে দেয় জেলা রিটানিং অফিসার । 

0 Response to "পটুয়াখালীর দুমকী উপজেলা নির্বাচনে ত্রিমূখী লরাই এখন দ্বিমূখী সরে দাড়ালেন জাপা সমর্থীত প্রার্থী।"

Post a Comment