.

গোবিন্দগঞ্জে বিভিন্ন অভিযোগে গ্রেফতার ৮

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন অভিযোগে ৮ ব্যক্তি গ্রেফতার হয়েছেন। স্থানীয় থানা পুলিশ বুধবার ভোরে তাদের গ্রেফতার করে।  গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দরবস্ত ইউনিয়নের পশ্চিম গন্ধববাড়ী মৃত আব্দুল হামিদের ছেলে মতিউর রহমান (২২), মারিয়া গ্রামের বাদশা মন্ডলের ছেলে শিহাব (২১), বাবলুর ছেলে মিলন (২৩), আব্দুল কাদেরের ছেলে শফিকুল ইসলাম (২৮), মারিয়া কুঠিপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (২৪), আবু তালেবের ছেলে নুরুন্নবী প্রধান (৩২), মারিয়া সাহেব বাড়ী নুরুজ্জামানের ছেলে মঞ্জু মিয়া (৩০) ও দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড় মাগুরিয়া মন্ডলপাড়ার মৃত ইয়াছিন আলীর ছেলে ইয়াদ আলী (৫০)। থানার ওসি (তদন্ত) মেহেদী রাসেল জানান, এদের মধ্যে ৭ জনের নামে থানায় মামলা না থাকলেও, জুয়া খেলা, জ্বিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা, ইয়াবা ব্যবসা ও নেশার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে ওই ৭জন নিরাপরাধ বলে দাবি করেন। অপরদিকে ইয়াদ আলী ২৪ বোতল ফেন্সিডিল সহ পুলিশের হাতে আটক হওয়ার কথা স্বীকার করেছেন।

0 Response to "গোবিন্দগঞ্জে বিভিন্ন অভিযোগে গ্রেফতার ৮"

Post a Comment