.

গোবিন্দগঞ্জে করতোয়া শুকিয়ে যাওয়া কৃষকরা হতাশায় ভুগছে

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী করতোয়া নদী পানি শূণ্য হয়ে পড়েছে। ফলে নদী এলাকায় হাজার হাজার হেক্টর বিভিন্ন ফসলী জমি নিয়ে কৃষকরা হতাশায় ভুগছেন। ভারত পানি দেবে কিনা এই নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবু পানির আশায় কৃষক।

জানা গেছে, বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত চতুর্থ বৃহত্তম আন্তজাতিক নদী তিস্তা। সেচ কাজে ব্যবহারের জন্য ভারত গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তার পানি আটকে রেখে অন্যত্র সরিয়ে নিচ্ছে। ফলে তিস্তা নদী ও বাংলাদেশ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পানি শূণ্য হয়ে পড়েছে। করতোয়া নদী যমুনা হয়ে তিস্তার সঙ্গে মিলিত হয়েছে। এ কারনে এর প্রভার করতোয়ার উপর পড়েছে। 

অন্যদিকে বর্ষা মৌসুমে ভারত অতিরিক্ত পানি ছেড়ে দেয়ায় করতোয়ায় বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে বন্যা ও নদী ভাঙ্গন দেখা দেয়।  বর্তমানে করতোয়া নদী পানি শূন্য হয়ে পড়েছে। পানি না থাকায় হাজার হাজার হেক্টর জমিতে বোর ধানের চারা শুকিয়ে যাচ্ছে। অনেক স্থানে ফসলী জমি সহ নদীর তলা ফেটে চৌচির হয়ে গেছে। পানি স্তর নেমে গেছে প্রায় ৫/৬ ফুট নিচে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুস্ক মৌসুমে তিস্তার পানি সরবরাহ খুবই কম। যে পরিমান পানি পাওয়া যাবে তা ধাপে ধাপে রংপুর, দিনাজপুর ও নীলফামারী এলাকার দেয়ার চেষ্টা করবে। ওই সব এলাকার চাহিদা পূরণের পর বেশি হলে তা আমাদের এলাকায় আসবে।

0 Response to "গোবিন্দগঞ্জে করতোয়া শুকিয়ে যাওয়া কৃষকরা হতাশায় ভুগছে"

Post a Comment