ক্রাইম রিপোটারঃ যেই যায় লংকায় সেই হয় বীর বাংলাদেশ আওয়ামীলীগে এর গঠন তন্ত্র অনুযায়ী একজন সাধারণ সদস্য ও প্রধান চেয়ারপার্সন এর সদ অধীকার রাখে আজ সাধারণ সদস্য তাই মন্ত্রী রাজনিতি পালাবদলের নিয়ম আজ রাজা কাল প্রজা এটাই রাজনিতির নিয়ম ঢাকা জেলাধীন সাভারে বাংলাদেশ কৃষক লীগের আলোচনা সভায় সভাপতি ছিলেন। ঢাকা জেলার উত্তরের সভাপতি জনাব আব্দুর রহিম মিয়া উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ ফরিদ মিয়া, মোঃ নজুরুল ইসলাম মোঃ শাহজান মিয়া, আব্দুল মতিন, মোঃ নিউটন সিকদার।
আলোচনা সভার প্রধান বিষয় বস্তু হল বাংলাদেশ আওয়ামীলীগের হাতকে শক্তি-শালী করার লক্ষে বাংলাদেশ কৃষকলীগও বাংলাদেশ আওয়ামী মক্তিযোদ্ধ প্রজম্মলীগ এবং বাংলাদেশ আওয়ামীলীগ স্বাধীনতা পরিষদ এর যৌথ উদ্যেগে আলোচনাসভা হয় মুক্তি পাগল মহান স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নীতি ও আর্দশ ও বীর বাংঙ্গালী মুক্তিকামী শহিদের সরনে আলোচনা কৃজ্ঞতা প্রকাশ করে কৃষক বাচাও দেশ বাচাও এই প্রতিপাদ্য নিয়ে মোঃ ফরিদ মিয়া ও মোঃ নজরুল ইসলাম বক্তব্য রাখেন আরো বক্তব্য রাখেন মোঃ শাহজান মিয়া, আব্দুল মতিন এবং মোঃ নিউটন সিকদার তিনি বলেন কৃষক বাচাও দেশ বাচাও বর্তমান মহাজোট সরকার কৃষকের মাধ্যমে দেশকে খাদ্যের সংয়ন সম্পন্য হয়েছে। খাদ্য মন্ত্রীর মাধ্যমে কৃষকরা তাদের ফসলের ন্যায্য উচিত মূল্য পাচ্ছে তাই আমরা বাংলার কৃষকরা দেশকে মাধ্যাম আয়ের দেশ হিসাবে পরিনিত করব তিনি আরো জানান এই দেশে অনেক মন্ত্রী এম,পি আছেন তাদের মধ্যেও খাদ্য মন্ত্রী এড: কামরুল ইসলাম জনগন ও নেতা কর্মীদের প্রানের নেতা তার মিষ্ট ব্যবহারে নির্বাচনি এলাকার জনগন অত্যান্ত সন্তুষ্ট মন্ত্রী মহোদয়ের গেটের দরজা ২৪ ঘন্ট খোলা থাকে মানুষ বিভেদ ভূলে সার্বক্ষীক ভাবে আলাপ করতে পারে।
বাংলাদেশ আওয়ামীলীগ ও আওয়ামীলীগ স্বাধীনতা পরিষদ ও বাংলাদেশ আওয়ামীলীগ মক্তিযোদ্ধ প্রজম্মলীগ এর নীতি ও আর্দশের কথা তুলে ধরেন। সভাপতি বাংলাদেশ কুষক লীগ ঢাকা জেলা উদ্যাগ জনাব মোঃ আব্দুর রহিম মিয়া ধন্যবাদ বক্তব্যর মাধ্যমে তিনি জনান আমি একজন মক্তিযোদ্ধ হিসাবে জানি ১৯৭১সালে যে সকল মক্তিযোদ্ধ পরিবার ও সমর্থনকারী পরিবার তারাই স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দেশে অনুসারে জনাব এনাম রহমান এম,পি ও খাদ্যমন্ত্রী এড: মোঃ কামরুল ইসলাম এর উন্নয়ন মূলক আলোচনা করেন জনাব আব্দুর রহিম মিয়া বলেন আমাদের খাদ্য মন্ত্রী মোঃ কামরুল ইসলাম আওয়ামীলীগ এর একমাত্র সংঘঠনের কান্ডারী এই বলে সভাপতি সভা শেষ করেন
0 Response to "বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের কান্ডারী মাননীয় খাদ্যমন্ত্রী এডঃ মোঃ কামরুল ইসলাম"
Post a Comment