.

পটুয়াখালীতে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিয়ে রোধে পুলিশের উদ্দ্যেগে র‌্যালী

পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালীতে পালিত হয়েছে জাতীয় পুলিশ সপ্তাহ -২০১৪ । এ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও ইউএনএফপিএ’র আয়োজনে নারীর প্রতি সহিংসতা এবং বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা র‌্যালী করেছে  জেলা পুলিশ প্রশাসন। গতকাল রবিবার সকালে পটুয়াখালী সদর থানা থেকে বের হওয়া র‌্যালিতে নেতৃত্ব দেন পুলিশ সুপার রফিকুল হাসান গনি।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নব নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট তারিকুজ্জামান মনি, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক  কাজী আলমগীর হোসেন ,সহকারি পুলিশ সুপার মো ঃ আজিমুল হক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ। 

0 Response to "পটুয়াখালীতে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিয়ে রোধে পুলিশের উদ্দ্যেগে র‌্যালী"

Post a Comment