গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হাট বাজারগুলোতে ভারতীয় নিম্নমানের পাটবীজে সয়লাব হয়ে গেছে। উপজেলার কৃষকরা এ বীজ কিনে প্রতারিত হচ্ছে।
জানা গেছে, চলতি মৌসুমে বিভিন্ন চোরাই পথ দিয়ে সরাসরি ভারত থেকে নিম্নমানের পাটবীজ গোবিন্দগঞ্জে আসছে।এখান থেকে উপজেলার বাগদা, কাটাবাড়ী, ফাসিতলা , কোমরপুর , ও মহিমাগঞ্জ সহ বিভিন্ন হাট- বাজারে সরবরাহ করা হয়। পরে এ উপজেলার চাহিদা মেটানোর পর তা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। এখানকার অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় এ ব্যবসা করছে বলে অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষীতে মঙ্গলবার সন্ধ্যায় পৌর বাজারে ভ্রাম্যমান আদালত বসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় পৌর বাজারের রাসেল বীজ ষ্টোর থেকে ২৫ কেজি ওজনের ৪০ বস্তা ও মিনারা বীজ ভান্ডার থেকে ৫০ কেজি ওজনের ২০বস্তা ভারতীয় নিম্নমানের পাটবীজ জব্দ করা হয়। এ ছাড়াও প্রতিষ্ঠানের মালিকদের প্রত্যেককে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ওই । আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন- উল-হাসান রায় দেন।
0 Response to "গোবিন্দগঞ্জে ভারতীয় নিম্নমানের পাটবীজে বাজার সয়লাব"
Post a Comment