গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গণতান্ত্রিক বাম মোর্চার বক্তরা গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংক্ষিপ্ত সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন। গণতান্ত্রিক বাম মোর্চার তিস্তা ব্যারেজ রোড মার্চ কর্মসূচীর কাফেলা গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ অতিক্রম করে। এ সময় পৌর শহরে থানা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বাম মোর্চার সমন্বয়ক কমরেড রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রিয় বাম মোর্চার সমন্বয়ক কমরেড আব্দুস সাত্তার, বাসদ কনভেনশনের সমন্বয়ক শুভাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী সঙ্গের সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের জুনায়াদে সাকী, বাসদ (মাহবুব) এর ইয়াসিন মিয়া, ইউনাইটেড কমিউনিষ্ট লীগের মোশারফ হোসেন নান্নু, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, এ্যাড. শ্যামল কান্তি দে প্রমূখ। সমাবেশে বক্তরা বলেন, ভারতের শাসক গোষ্ঠী উজানে বাধ দিয়ে আমাদের শুকিয়ে মারতে চায়, কিন্তু ভারতের সাধারণ জনগণ এটা সমর্থণ করে না আমাদের বিশ্বাস । তিস্তার সহ অভিন্ন সকল নদীর পানি বন্টন চুক্তি করতে হবে জাতিসংঘের ১৯৯৭ সালের চুক্তিতে অনুস্বাক্ষরের মাধ্যমে আর্ন্তজাতিক আইনে। সমাবেশের আগে রোডমার্চ কাফেলা গোবিন্দগঞ্জ পৌর শহরের একটি র্যালী করে।
Home » Country News.দেশের খবর
» ভারতের শাসক গোষ্ঠী উজানে বাধ দিয়ে আমাদের শুকিয়ে মারতে চায় - গণতান্ত্রিক বাম মোর্চা
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "ভারতের শাসক গোষ্ঠী উজানে বাধ দিয়ে আমাদের শুকিয়ে মারতে চায় - গণতান্ত্রিক বাম মোর্চা"
Post a Comment