.

স্বরূপকাঠীতে সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী সাইদুল গুরুতর আহত

স্বরূপকাঠী প্রতিনিধিঃ পাওনা টাকা চাওয়ার অপরাদে দুই ভাইয়ের সন্ত্রাসী করার প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে ৩নং স্বরূপকাঠী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা সেকেন্দার মিয়ার দুই ছেলে মুহিদ(২৭) ও মাসুম (৩০) এর বিরুদ্বে। সূত্র জানায় গত পরশু রাত্র ৯-৪৫ মিনিটে বাবুল মেম্বরের বাসার কাছে মসজিদ সংলগ্ন এলাকায়  এ দুই ভাই এ ঘটনা ঘটান  বলে এলাকাবাসী জানান। বাবুল মেম্বরের মেঝ ভাই কাঠ ব্যবসায়ী  মোঃ মিন্টু  পাওনাদার   মোঃ মুহিদের কাছে পাওনা টাকা চাওয়ার অপরাধে চর ব্যবসায়ী কাঠ  শ্রমিক মোঃ মুহিদ টাকা না দিয়ে বরং ক্ষমতা দেখায় । আর এরি পরিপেক্ষিতে ঘটনা স্থলে মুহিদ উত্তেজিত হয়ে ব্যবসায়ী মিন্টুকে গায়ে হাত তুলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে । এদিকে  পরিস্থিতি আরো অবনতি হয় মুহিদের মোবাইল ফোনে তারই আপন ভাই সাবেক লেবার শ্রমিক বর্তমান আড়ৎদার মাসুম দলবল নিয়ে ব্যবসায়ি মিন্টুকে আবার মারতে আসে । 

এদিকে মিন্টুর ছোট ভাই পরিস্থিতি থামানোর জন্য এগিয়ে আসলে সাইদুলের উপর সন্ত্রাসীরা অর্তকিত হামলা চালায় এ বাহিনী। সন্ত্রাসীরা  ধারালো অশ্র দিয়ে মাথায়  কোপ দেওয়ার পাশাপাশি রডের আঘাতে হাত ভেংগে দেয় সাইফুলকে। মুহুর্তের মধ্যে এ বাহিনী ঐ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে মুহুর্তের মধ্যে। ঐ মুহুর্তে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছিল । সন্ত্রাসীরা শেষ মুহুর্তে সন্ত্রাসের মহড়া স্বরূপ ব্যবসায়ী মিন্টুর বাসভবনেও হামলা চালিয়ে বাসার জানালা ও দরজার ক্ষতি সাধন করে । এদিকে আহত সাইদুলের অবস্থা খুবই শোচনীয় বলে জরুরী বিভাগের চিকিৎসক মিডিয়াকে জানান। রোগীর মাথার  কোপের স্থান  অত্যন্ত বিপদজনক যা দু-এক দিনে অগ্রীম কিছু বলা যাবে না । এদিকে এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়েছেন এলাকান জনপ্রিয় চেয়ারম্যান মো আল আমিন সহ এলাকার বিবেকবান জনতা। ন্যাক্কার জনক সন্ত্রাসী হামলা করা মুহিদ ও মাসুমের ঠিক হয়নি । 

অভিজ্ঞ মহল মনে করেন, মুহিদের কাছে টাকা পাবে এক বছর অগে আর টাকা দিয়ে দিবে এটাই স্বাভাবিক। অথচ  মাসুমের টাকার ক্ষমতা দেখিয়ে সন্ত্রাসী করা কোন মতে ঠিক হয়নি। এ ব্যাপারে এলাকার বাবুল মেম্বর মিডিয়াকে জানান, মুহিদের কাছে  পাওনা টাকা চাওয়ায় মুহিদ উত্তেজিত হয়ে আউরিয়া এলাকায় রংবাজি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে । এদিকে হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন স্বরূপকাঠী শাখার সভাপতি মোঃ মাসুদুল আলম অপু মিডিয়াকে জানান সামান্য ঘটনা নিয়ে শ্রমিক মুহিদ ও আড়ৎদার মাসুমের সন্ত্রাসী কর্মকান্ড করা আদৌ ঠিক হয়নি। অপরদিকে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফিজুর রহমানের সাথে আলাপকালে তিনি মিডিয়াকে জানান আউরিয়া এলাকা পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে মারামারি হয়েছে। অবশ্য বাদীপক্ষ এখন পর্যন্ত থানায় কোন প্রকার মামলা দেয়নি।

0 Response to "স্বরূপকাঠীতে সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী সাইদুল গুরুতর আহত"

Post a Comment